নওগাঁ, ২১ মার্চ ২০২৫ (বাসস) : জেলায় মহাদেবপুর উপজেলায় আজ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে শিক্ষকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার মহাদেবপুরের স্থানীয় রোকেয়া কমিউনিটি সেন্টারে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী কৃষকদলের মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি সুলতান মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক মমিনুল ইসলাম চঞ্চল।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, যুগ্ম-আহবায়ক একেএম নমিনুল হক সানা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয়তাবাদী কৃষকদলের মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।