চট্টগ্রামে আধুনিকায়নের মাধ্যমে স্বাস্থ্য সেবার পরিধি বাড়ানো হবে 

বাসস
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ২১:০০
সিএসসিআর এবং সিএসসিআর কার্ডিয়াক এর যৌথ উদ্যোগে শুক্রবার চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাসস

চট্টগ্রাম, ২১ মার্চ ২০২৫ (বাসস): চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সিটি কর্পোরেশনের আওতাধীন স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের আধুনিকায়নের মাধ্যমে সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে।

চট্টগ্রামে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিএসসিআর এবং সিএসসিআর কার্ডিয়াক এর যৌথ উদ্যোগে আজ শুক্রবার (২১ মার্চ) চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। 

সিএসসিআর এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মুলকুতুর রহমানের সভাপতিত্বে ইফতার-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে ‘রমজানের ফজিলত’ শীর্ষক আলোচনা করেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিষ্ট ডা. শামীম বক্স। 
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাস্থ্য সেবায় বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সমূহের ভূমিকার প্রশংসা করে বলেন, মেমন হাসপাতালসহ সিটি কর্পোরেশনের আওতাধীন স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের আধুনিকায়নের মাধ্যমে সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে। 

তিনি আরও বলেন, রেড ক্রিসেন্ট এর আওতাধীন জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালে মানসম্মত প্রসূতি সেবাসহ অন্যান্য চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধি করারও উদ্যোগ নেয়া হবে।

সিএসসিআর এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক মুলকুতুর রহমান জানান, অচিরেই দেশের খ্যাতিমান হিষ্টোপ্যাথলজীষ্টদের সমন্বয়ে গঠিত সিএসসিআর এডভান্স হিষ্টোপ্যাথলজী ও মলিকুলার ল্যাব কার্যক্রম শুরু করবে। ল্যাবরেটরী কার্যক্রম শুরু হলে জটিল রোগ নির্ণয়ে ঢাকা-নির্ভরতা অনেকটাই কমে যাবে।

বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাইফুদ্দিন এম তারিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিএসসিআর এর ব্যবস্থাপনা পরিচালক ডা. একরামুল হক এবং সিএসসিআর কার্ডিয়াক এর ব্যবস্থাপনা অংশীদার ডা. মো. ইব্রাহীম চৌধুরী।

ইফতার মাহফিলে নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ, মেডিকেল শিক্ষকবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ এবং সিএসসিআর ও সিএসসিআর কার্ডিয়াক পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দু’আ পরিচালনা করেন হাফেজ মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খামেনির প্রতি ট্রাম্পের 'অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য' মন্তব্যের নিন্দা ইরানের
রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন আটক
খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে : উপদেষ্টা আসিফ
এআই দিয়ে তৈরি ভিডিওতে অপপ্রচার চালানো হচ্ছে : ফ্যাক্টওয়াচ
সাভারে জুলাই আন্দোলনে হতাহত শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময়
চীন সফর শেষে ফিরেছেন বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল
চীন সফরে দেশটির সঙ্গে বিএনপির সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে : মির্জা ফখরুল
তারেক রহমানের নির্দেশে পল্লবী-রূপনগরে ২০ হাজার নিমের চারা রোপণের উদ্যোগ
ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প
অচিরেই দেশের সকল ইসলামী শক্তির মধ্যে সমঝোতা হতে যাচ্ছে: জামায়াত সেক্রেটারি
১০