দেশে আর কোন ফ্যাসিস্টের আস্তানা করতে দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল

বাসস
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ২১:১০
শুক্রবার ঝিনাইদহে নাগরিক সমাজ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: বাসস

ঝিনাইদহ, ২১ মার্চ, ২০২৫ (বাসস): দেশে আর কোন ফ্যাসিস্টের আস্তানা করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

তিনি বলেছেন, আর কাউকে ভোট ডাকাতির রাজত্ব কায়েম ও দিনের ভোট রাতে করার সুযোগ দেওয়া হবে না।

আজ শুক্রবার (২১ মার্চ) বিকালে ঝিনাইদহের শৈলকুপায় নাগরিক সমাজ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সময়েও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বুভুক্ষ অবস্থায় থেকেছে। আর শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রথমবারের মত কোন প্রধানমন্ত্রী তার নেতা-কর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছে।

নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত ইফতার মাহফিলে শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
ট্রাক একীভূতকরণের খবরে জাপানের হিনো মোটরসের শেয়ারের দাম বেড়েছে
বুরকিনায় 'সম্পূর্ণ বিশৃঙ্খলা' তৈরির ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে : সামরিক জান্তা 
টাঙ্গাইলে মুষ্টি চাল বিক্রির টাকায় রাস্তা নির্মাণ কাজ চলছে
মজুরি ৩ বছর পর পর মূল্যায়নে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ
এখনও থামেনি শহীদ রাসেলের মায়ের বুক ফাটা কান্না
সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে স্থায়ী শ্রম কমিশন গঠনের সুপারিশ
বিজয়ের বিবেকের জাগরণ : রক্তে লেখা আত্মদানের গল্প
শৈশবে ‘দুষ্টু’ ছেলে ছিলেন পোপ ফ্রান্সিস : স্কুল শিক্ষিকার স্মৃতিচারণ
১০