বিচার প্রক্রিয়া শুরু হলে আওয়ামী লীগ এমনিতেই নিষিদ্ধ হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

বাসস
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ২১:৪৩
আজ লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে মান্দারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বক্তৃতা করেন -ছবি : বাসস

লক্ষ্মীপুর, ২১ মার্চ, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে একটি নিয়ম ও পরিকল্পনায় যেতে হবে। 

তিনি বলেন, একটি স্বাধীন দেশ হিসেবে একটি স্বাধীন বিচার ব্যবস্থা রয়েছে। সরকারের সহযোগীতায় শেখ হাসিনা, তার পরিবার ও দোসরদের বিচার প্রক্রিয়া দৃশ্যমান হতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ গুরুত্বপূর্ণ নাকি আওয়ামী লীগের বিচারটা গুরুত্বপূর্ণ? বিচারের প্রক্রিয়া যদি চলমান থাকতো অটোমেটিক আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যেত। কে রোধ করতে পারতো? রোধ করার কোন সুযোগ থাকতো না। অবিলম্বে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন।

আজ শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি আহসান উল্যাহর সভাপতিত্বে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে মান্দারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরো বলেন, হাসিনার পরিবারের বাইরে তার দোসর যারা মন্ত্রী-এমপি ছিল তারা সবাই লুটের সঙ্গে জড়িত ছিল। দুঃশাসন, গুম-খুনের সঙ্গে জড়িত ছিল। রক্তের দাগ এখনো শুকায়নি। তাদের বিচারও এখনো দৃশ্যমান হয়নি। এ বিচারগুলো দৃশ্যমান হওয়া উচিত। আমরা বারবার বলছি হাসিনার বিচার, তার পরিবার ও দোসরদের বিচার আগে করতে হবে। পৌরসভা, থানায়, উপজেলায় ও জেলায় তাদের নেতৃত্ব দুঃশাসন তৈরি করেছিল। যারা অত্যাচার-নির্যাতন করেছে, তাদেরকে কি গ্রেফতার করা হয়েছে? তাদের বিচারও হয়নি। বিচার এখনো হচ্ছে না এতে আমাদের মনে কষ্ট।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আহমেদ ফেরদৌস মানিক, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূইয়া, বেলাল উদ্দিন ও আনোয়ার হোসেন বাচ্চু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেনীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ল ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানা
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
বঙ্গোপসাগরে জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল
জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মির্জা ফখরুলের শুভেচ্ছা 
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
বাগেরহাটে জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি
ফ্লাইট অ্যাটেনডেন্টদের ধর্মঘটে বন্ধের মুখে এয়ার কানাডা
নানা আয়োজনে খাগড়াছড়িতে জন্মাষ্টমী পালিত
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বেথেলের রেকর্ড
১০