ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে: মাওলানা আব্দুল হালিম

বাসস
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ২৩:৫৫
আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম ইফতার-পূর্বে বক্তব্য রাখেন -ছবি : বাসস

রংপুর, ২১  মার্চ, ২০২৫ (বাসস): বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, আল-কোরআনের বিধান মেনে চলার মধ্যেই ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ নিহিত। কোরআন ভিত্তিক নৈতিক শিক্ষার অভাবেই আজ সমাজে খুন, ধর্ষণসহ নানা নৈরাজ্য বিরাজ করছে। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের এ প্রত্যাশা পূরণ করা সম্ভব।

আজ শুক্রবার বিকেলে রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে রংপুর মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, মাহে রমজানের শিক্ষা নিয়ে নিজেদের গড়তে পারলে সুখী সমৃদ্ধশালী দেশ গড়া সম্ভব। এ জন্য সকল ভেদাভেদ ভুলে দেশপ্রেমে উদ্বুদ্ধ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

এ সময় জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের সহকারী সেক্রেটারী রায়হান সিরাজী ও আল-আমিন হাসান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ, কোতয়ালী থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম কিবরিয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
সাদা পোশাকে কাউকে গ্রেফতার না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা 
গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ইন্টারনেট সেবার দাম কমানোর ঘোষণা সামিটের
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টা দিক-নির্দেশনা দিচ্ছেন : আলী রীয়াজ
এপ্রিলের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এসেছে ১.৯৬ বিলিয়ন ডলার
গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কায়রো যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
১০