ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে: মাওলানা আব্দুল হালিম

বাসস
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ২৩:৫৫
আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম ইফতার-পূর্বে বক্তব্য রাখেন -ছবি : বাসস

রংপুর, ২১  মার্চ, ২০২৫ (বাসস): বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, আল-কোরআনের বিধান মেনে চলার মধ্যেই ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ নিহিত। কোরআন ভিত্তিক নৈতিক শিক্ষার অভাবেই আজ সমাজে খুন, ধর্ষণসহ নানা নৈরাজ্য বিরাজ করছে। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের এ প্রত্যাশা পূরণ করা সম্ভব।

আজ শুক্রবার বিকেলে রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে রংপুর মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, মাহে রমজানের শিক্ষা নিয়ে নিজেদের গড়তে পারলে সুখী সমৃদ্ধশালী দেশ গড়া সম্ভব। এ জন্য সকল ভেদাভেদ ভুলে দেশপ্রেমে উদ্বুদ্ধ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

এ সময় জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের সহকারী সেক্রেটারী রায়হান সিরাজী ও আল-আমিন হাসান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ, কোতয়ালী থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম কিবরিয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেনীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ল ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানা
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
বঙ্গোপসাগরে জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল
জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মির্জা ফখরুলের শুভেচ্ছা 
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
বাগেরহাটে জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি
ফ্লাইট অ্যাটেনডেন্টদের ধর্মঘটে বন্ধের মুখে এয়ার কানাডা
নানা আয়োজনে খাগড়াছড়িতে জন্মাষ্টমী পালিত
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বেথেলের রেকর্ড
১০