ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে: মাওলানা আব্দুল হালিম

বাসস
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ২৩:৫৫
আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম ইফতার-পূর্বে বক্তব্য রাখেন -ছবি : বাসস

রংপুর, ২১  মার্চ, ২০২৫ (বাসস): বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, আল-কোরআনের বিধান মেনে চলার মধ্যেই ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ নিহিত। কোরআন ভিত্তিক নৈতিক শিক্ষার অভাবেই আজ সমাজে খুন, ধর্ষণসহ নানা নৈরাজ্য বিরাজ করছে। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের এ প্রত্যাশা পূরণ করা সম্ভব।

আজ শুক্রবার বিকেলে রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে রংপুর মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, মাহে রমজানের শিক্ষা নিয়ে নিজেদের গড়তে পারলে সুখী সমৃদ্ধশালী দেশ গড়া সম্ভব। এ জন্য সকল ভেদাভেদ ভুলে দেশপ্রেমে উদ্বুদ্ধ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

এ সময় জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের সহকারী সেক্রেটারী রায়হান সিরাজী ও আল-আমিন হাসান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ, কোতয়ালী থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম কিবরিয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএমইউতে ক্যান্সারের আধুনিক চিকিৎসা বিষয়ে একাডেমিক সেশন
এক মাসে ১ লাখ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ডিএনসিসি
ইসি শতভাগ প্রস্তুত: ফেব্রুয়ারির প্রথমভাগেই সংসদ নির্বাচন সম্ভব
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
১০