ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে: মাওলানা আব্দুল হালিম

বাসস
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ২৩:৫৫
আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম ইফতার-পূর্বে বক্তব্য রাখেন -ছবি : বাসস

রংপুর, ২১  মার্চ, ২০২৫ (বাসস): বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, আল-কোরআনের বিধান মেনে চলার মধ্যেই ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ নিহিত। কোরআন ভিত্তিক নৈতিক শিক্ষার অভাবেই আজ সমাজে খুন, ধর্ষণসহ নানা নৈরাজ্য বিরাজ করছে। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের এ প্রত্যাশা পূরণ করা সম্ভব।

আজ শুক্রবার বিকেলে রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে রংপুর মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, মাহে রমজানের শিক্ষা নিয়ে নিজেদের গড়তে পারলে সুখী সমৃদ্ধশালী দেশ গড়া সম্ভব। এ জন্য সকল ভেদাভেদ ভুলে দেশপ্রেমে উদ্বুদ্ধ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

এ সময় জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের সহকারী সেক্রেটারী রায়হান সিরাজী ও আল-আমিন হাসান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ, কোতয়ালী থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম কিবরিয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অভিনয় ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
সেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে তাসকিন
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেলো পুনাক মেধাবৃত্তি
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১২ সদস্য গ্রেফতার
১০