সিলেটে জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০০:১১ আপডেট: : ২২ মার্চ ২০২৫, ০০:২৩
সিলেটে আজ জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ -ছবি : বাসস

সিলেট, ২১ মার্চ, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনাড়ম্বরপূর্ণ এক সভায় এসব উপহার সামগ্রী বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। ৭টি শহিদ পরিবারের মধ্যে বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে রয়েছে খাবার, পোশাক ও নগদ অর্থ।

গোলাপগঞ্জ উপজেলায় জুলাই বিপ্লবে শহীদ নিশ্চিন্ত লক্ষণাবন্দ গ্রামের মো. নাজমুল ইসলাম, বারকোট গ্রামের মো. তাজ উদ্দিন, শিলঘাট গ্রামের সানি আহমদ, উত্তর কানিশাইল গ্রামের মো. পাবেল আহমদ কামরুল, দক্ষিণ রায়গড় লেচুবাগান গ্রামের জয় আহমদ, পশ্চিম দত্তরাইল গ্রামের মিনহাজ আহমদ, উত্তর ঘোষগাঁও গ্রামের গৌস উদ্দিনের পরিবারের হাতে এ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

ঈদ উপহার প্রদানকালে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, শহিদ পরিবারের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা তাদের কাছে আসার মুল লক্ষ্য হচ্ছে শহিদ পরিবারকে বুঝানো আমরা সব সময় তাদের পাশে আছি এবং থাকবো।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদ, গোলাপগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, সিলেটের নেজারত ডেপুটি কালেকটর মো. ওমর সানি আকন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাকসু নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে, উৎসবমুখর ক্যাম্পাস
বাজুসের সাবেক সভাপতি এনামুল দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালদ্বীপ
বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন স্প্যানিশ ডিফেন্ডার
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে হেলালুজ্জামান লালুর বক্তব্য ব্যক্তিগত
গ্রিসের ট্রেন দুর্ঘটনায় নিহত ডেনিসের বাবা ২৩ দিনের অনশন ভেঙেছেন
কুমিল্লায় তেল পরিমাপে গরমিল হওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা 
কুমিল্লা বার্ডে স্বাস্থ্য ক্যাডারের বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন 
শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
১০