বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন 

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১২:১৩

দিনাজপুর, ২২ মার্চ ২০২৫ (বাসস) : জেলার বীরগঞ্জ উপজেলায় বাল্য বিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা পরিবেশন করা হয়েছে। 

জেলার বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের ইম্প্যাক্ট প্লাস শিশুদের উদ্যোগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টায় দেড় ঘণ্টাব্যাপী এ নাটিকা প্রদর্শিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি’র সহযোগিতায় মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামে বড়হাট বকুল দল নাটিকাটি মঞ্চস্থ করে ।

বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোড়াইয়া।

শ্যামলা শান্তি কোড়াইয়া বলেন, মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামকে গত ২০২৩ সালে আমরা বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করেছি। ২০২৫ সালের মধ্যে বীরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন প্রতিনিয়ত সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। কিন্তু শুধু বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করলেই হবে না। বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হয়ে একসাথে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, আপনারা সবাই বাল্য বিবাহের কুফল সম্পর্কে জানেন। তাই অভিভাবকদের প্রতি অনুরোধ আপনার সন্তানকে অল্প বয়সে বিয়ে দেবেন না। তাদের স্কুলে যেতে উৎসাহ দিন।

তিনি ‘আমার গ্রাম, আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত’- শ্লোগানকে ধারণ করে বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। 

এ সময় বীরগঞ্জ উপজেলার বড়হাট গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি গণেশ চন্দ্র রায়, তুলশিপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শফিকুল ইসলাম, চক- মহাদেবপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি রাজ্জাক ইসলাম, কাশিপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি জিতেন চন্দ, মিরাটুঙ্গি গ্রাম উন্নয়ন কমিটির সাইফুল ইসলাম এবং জাহাঙ্গীর, কৃষ্ণনগর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল লতিফ, মোহনপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ, মোহনপুর নারী নেত্রী লাইলি বেগমসহ ধর্মীয় নেতা, শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত থেকে নাটিকাটি উপভোগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
সাদা পোশাকে কাউকে গ্রেফতার না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা 
গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ইন্টারনেট সেবার দাম কমানোর ঘোষণা সামিটের
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টা দিক-নির্দেশনা দিচ্ছেন : আলী রীয়াজ
এপ্রিলের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এসেছে ১.৯৬ বিলিয়ন ডলার
গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কায়রো যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
১০