মিষ্টি আলুর আশানুরূপ ফলনে খুশি নাটোরের কৃষকরা

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১২:২৯
নাটোরে মিষ্টি আলুর আশানুরূপ ফলন দেখা গেছে। ছবি: বাসস

ফারাজী আহম্মদ রফিক বাবন

নাটোর, ২২ মার্চ ২০২৫ (বাসস) : জেলায় মিষ্টি আলুর আশানুরূপ ফলন হওয়ায় খুশি আলু চাষিরা। আবাদি জমি থেকে মিষ্টি আলু সংগ্রহ কার্যক্রম প্রায় শেষের পথে। মিষ্টি আলুর আশানুরূপ ফলনের পাশাপাশি বাজারে উচ্চ মূল্য থাকায় লাভবান হচ্ছেন মিষ্টি আলু চাষিরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা শাখা সূত্রে জানা যায়, চলতি মৌসুমে নাটোরে ৬৯ হেক্টর জমিতে মিষ্টি আলু আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৬০ হেক্টর জমি থেকে মিষ্টি আলু সংগ্রহ করা হয়েছে। হেক্টর প্রতি ২৬ দশমিক ৫৯ টন করে ফলন পাওয়া যাচ্ছে। এই মৌসুমে  জেলায় প্রায় ১ হাজার ৯’শ টন মিষ্টি আলু উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

জেলার সদর উপজেলার হাজরা এলাকার কৃষক আশরাফ আলী বলেন, ‘মিষ্টি আলুর জমিতে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। এটি লাভজনক ফসল। আশা করি বিঘায় অন্তত ৮০ মণ করে ফলন পাবো। ঈদের পরে আলু তুলবো।’

সিংড়া উপজেলার বড় সাঁঐল গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, মিষ্টি আলু চাষ করে বিঘা প্রতি ৭৮ মণ ফলন পেয়েছি। প্রথম দিকে ১৫০০ টাকা মণ দরে বিক্রি করেছি, এখন ১২০০ টাকা।

শহরের নীচাবাজার এলাকার সবজি ব্যবসায়ী কামাল হোসেন জানান, এখন মিষ্টি আলু খুচরা বাজারে কেজি প্রতি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

গৃহিণী মাসুমা সুলতানা বলেন, অনলাইনে জানতে পেরেছি, ‘পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ থাকে। এটি ফাইবার ও খনিজ সমৃদ্ধ। এতে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট ও ক্যানসার প্রতিরোধী উপাদান আছে। তাই মিষ্টি আলু দিয়ে রকমারি খাবার তৈরি করে সন্তানদের মিষ্টি আলু পরিবেশন করি।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক হাবিবুল ইসলাম খান জানান, চলতি মৌসুমে জেলায় ৬৯ হেক্টরে মিষ্টি আলু আবাদ হয়েছে। গত বছরের চেয়ে আবাদি জমির পরিধি বৃদ্ধি পেয়েছে। ফলনও আশানুরূপ। আগামীতে মিষ্টি আলুর আবাদি জমির পরিধি বৃদ্ধিতে কাজ করবে কৃষি বিভাগ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অভিনয় ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
সেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে তাসকিন
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেলো পুনাক মেধাবৃত্তি
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১২ সদস্য গ্রেফতার
১০