সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৬:২০

সাতক্ষীরা , ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মোহর আলী শেখ নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এর আগে রাত ৯টার দিকে শহরের অদূরে মিলবাজারে এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোঃ মোহর আলী শেখ (৭০) সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার মৃত আব্দুল করিম শেখের ছেলে।
কাটিয়া কর্মকারপাড়া এলাকার গৌর দত্ত জানান, মোহর আলী শেখ রাতে শহরের অদূরে মিলবাজারে এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনার দিক থেকে শহর অভিমুখে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্ক দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

এদিকে, দ্রুতগতির ওই মোটরসাইকেল চালক ছিলেন পুরাতন সাতক্ষীরা এলাকার তানজিম আহমেদ। এঘটনায় তার ব্যবহৃত আরএম-৫ মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।


সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈদেশিক মুদ্রায় পরীক্ষার ফি পরিশোধের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ শিক্ষা উপদেষ্টার
ইথিওপিয়ার সাড়ে ৬ লক্ষ নারী ও শিশুর খাদ্য সহায়তা বন্ধ ডব্লিউএফপি’র
ঢাবি গবেষণা সংসদের নবীন বরণ অনুষ্ঠিত
বিএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউ ইউনিট চালু
এসএসসিতে পরীক্ষার্থী অনুপস্থিতির কারণ অনুসন্ধানের নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখতে চায় ‘টিকা’
সাঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব তুলিপকে পদ থেকে অব্যাহতি
সব হাসপাতালে ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩১ জন হাসপাতালে ভর্তি
১০