সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৬:২০

সাতক্ষীরা , ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মোহর আলী শেখ নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এর আগে রাত ৯টার দিকে শহরের অদূরে মিলবাজারে এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোঃ মোহর আলী শেখ (৭০) সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার মৃত আব্দুল করিম শেখের ছেলে।
কাটিয়া কর্মকারপাড়া এলাকার গৌর দত্ত জানান, মোহর আলী শেখ রাতে শহরের অদূরে মিলবাজারে এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনার দিক থেকে শহর অভিমুখে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্ক দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

এদিকে, দ্রুতগতির ওই মোটরসাইকেল চালক ছিলেন পুরাতন সাতক্ষীরা এলাকার তানজিম আহমেদ। এঘটনায় তার ব্যবহৃত আরএম-৫ মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।


সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনে ৮৫টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া: কিয়েভ
ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদ জামায়াতের
নাটোরে পিআইবি’র মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত
পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ: মিয়া গোলাম পরওয়ার
এবি পার্টি ঢাকা উত্তরের আহ্বায়ক সেলিম, সদস্যসচিব সামিউল
রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাঈমুলসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট
জন্মাষ্টমীতে বগুড়ায় মঙ্গল শোভাযাত্রা
নানা আয়োজনে নীলফামারীতে জন্মাষ্টমী পালিত
১০