নওগাঁয় ভ্রাম্যমাণ ট্রাকে মিলছে টিসিবির পণ্য

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৬:২২
স্বস্তির টিসিবির পণ্য মিলছে নওগাঁ র ভ্রাম্যমাণ ট্রাকে। ছবি : বাসস

নওগাঁ, ২২ মার্চ, ২০২৫ (বাসস) : রমজান মাস উপলক্ষে জেলায়  ভ্রাম্যমাণ ট্রাকে মিলছে স্বস্তির টিসিবির পণ্য। এ পণ্য নিতে মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের জন্য অপেক্ষা করতে দেখা গেছে অনেক মানুষকে। একটু কষ্ট হলেও রমজান মাসে স্বল্পমূল্যে টিসিবির এ পণ্য পেয়ে কিছুটা স্বস্তিতে রয়েছেন নওগাঁর নিম্ম আয়ের মানুষ।

নওগাঁ শহরের চকমুক্তার এলাকার বাসিন্দা ফারজানা বানু বাসস’কে জানায়, তিনি টিসিবির পণ্য পেতে ভোর রাত ৪টার দিকে এসে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সিরিয়াল দিয়ে বসেছিলেন। শুধু তিনিই নন; অনেকে সেহেরির খাবার সঙ্গে এনে রাত ২টার দিকে লাইনে সিরিয়াল দিয়ে বসেছিলেন। প্রতিদিন পাবেন ৪শ জন আর লাইনে দাঁড়িয়ে থাকেন ৬ থেকে ৭শ জন মানুষ।

টিসিবির পণ্য  নিতে আসা শহরের দয়ালের মোড়ের বাসিন্দা আব্দুল করিম মন্ডল বাসস’কে বলেন, একটু কষ্ট হলেও অনেক কম দামে পণ্যগুলো পাওয়ায় আমার মতো নিম্ম আয়ের শত শত মানুষ উপকৃত হচ্ছেন।
 
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন বাসস’কে বলেন, পবিত্র রমজান মাসে নিম্ম আয়ের মানুষদের কাছে স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সরকার দেশের ৬৪টি জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্ত অনুসারে নওগাঁতেও জেলা প্রশাসকের সার্বিক দিক নির্দেশনায় ও সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে গত ৫ মার্চ থেকে নিম্ন আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে ভ্রাম্যমাণ ট্রাকে করে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তিনি আরো বলেন, প্রতিটি পয়েন্টে পণ্যের চেয়ে চাহিদা সম্পন্ন মানুষের সংখ্যা অনেক বেশি থাকায় এবং সিরিয়াল লাইনে পেছনে থাকার কারনে অনেকেই প্রথমবার না পেয়ে চলে গেছেন। তবে প্রথমবার যারা পাচ্ছেন না তারা পরেরদিন পণ্য নিচ্ছেন। আবার পণ্য বিতরণে যেন কোন প্রকারের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য প্রতিটি পয়েন্টে একজন করে ট্যাগ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী ও রোগীসহ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অগ্রাধিকার ভিত্তিতে পণ্য সরবরাহ করা হচ্ছে।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বাসস’কে বলেন, স্বল্পমূল্যে টিসিবির এ পণ্যগুলো পেয়ে নওগাঁর নিম্ম আয়ের মানুষরা অনেকটা স্বস্তির নি:শ্বাস ফেলছেন। এছাড়াও ন্যায্যমূল্যের দোকান থেকেও সকল শ্রেণিপেশার মানুষরা স্বল্পমূল্যে বিভিন্ন পণ্য নিতে পারছেন।

তিনি আরো বলেন, আগামী ২৮ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। নওগাঁ পৌরসভাসহ সদর উপজেলার পাঁচটি পয়েন্টে ৩৯০ টাকা প্যাকেজ মূল্যে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি বিক্রি করা হচ্ছে। ছুটির দিন বাদে প্রতিদিন জেলা শহরের দুই হাজার পরিবার সাশ্রয়ী মূল্যে এ পণ্যগুলো পাচ্ছেন। আগামীতেও সরকারের এমন কার্যক্রম অব্যাহত থাকাবে বলে জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল লন্ডনে বৈঠক করবে ইউক্রেনের মিত্ররা
ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার
বৈদেশিক মুদ্রায় পরীক্ষার ফি পরিশোধের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ শিক্ষা উপদেষ্টার
ইথিওপিয়ার সাড়ে ৬ লক্ষ নারী ও শিশুর খাদ্য সহায়তা বন্ধ ডব্লিউএফপি’র
ঢাবি গবেষণা সংসদের নবীন বরণ অনুষ্ঠিত
বিএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউ ইউনিট চালু
এসএসসিতে পরীক্ষার্থী অনুপস্থিতির কারণ অনুসন্ধানের নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখতে চায় ‘টিকা’
সাঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব তুলিপকে পদ থেকে অব্যাহতি
১০