ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ লেবার পার্টি

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৬:৩৮

ঢাকা, ২২ মার্চ, ২০২৫ (বাসস) : সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ লেবার পার্টি।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দ্বিতীয় দিনে আজ সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন।

জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এ বৈঠকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বৈঠকে দলটির ভাইস-চেয়ারম্যান ও ঢাকা মহানগরীর সভাপতি এস এম ইউসুফ আলী, ভাইস-চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, ভাইস-চেয়ারম্যান ও সিলেট মহানগরীর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, ভাইস-চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি মো. আলাউদ্দিন আলী, ভাইস-চেয়ারম্যান হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে, আজ সকালে খেলাফতে মজলিশ ও গত বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি এই কমিশনের কার্যক্রম শুরু হয়।

প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত ১৩ মার্চের মধ্যে জানাতে অনুরোধ জানিয়ে সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়।

এ পর্যন্ত ১৬টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাকসু নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে, উৎসবমুখর ক্যাম্পাস
বাজুসের সাবেক সভাপতি এনামুল দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালদ্বীপ
বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন স্প্যানিশ ডিফেন্ডার
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে হেলালুজ্জামান লালুর বক্তব্য ব্যক্তিগত
গ্রিসের ট্রেন দুর্ঘটনায় নিহত ডেনিসের বাবা ২৩ দিনের অনশন ভেঙেছেন
কুমিল্লায় তেল পরিমাপে গরমিল হওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা 
কুমিল্লা বার্ডে স্বাস্থ্য ক্যাডারের বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন 
শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
১০