কর্ণফুলীতে হাতির আক্রমণে প্রাণ গেলো ৩ মাসের শিশুর, মা আহত 

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৬:৫৯
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম, ২২ মার্চ, ২০২৫ (বাসস): চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ মীরপুরে হাতির আক্রমণে মো. আরমান জাওয়াদ নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন ওই শিশুটির মা খজিমা বেগম (৩০)। 

এ ঘটনায় শনিবার (২২ মার্চ) সকাল থেকে শিশুটির মরদেহ নিয়ে পেকুয়া-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এলাকা থেকে বন্য হাতিটি সরানোর দাবি জানান তারা। অবরোধের কারণে সড়কের উভয় পাশে প্রায় দীর্ঘ আট কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে ৬ ঘণ্টা পর শনিবার দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহার করে সড়ক ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

এর আগে শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বড় উঠানের শাহমীরপুর জমাদারপাড়া এলাকায় হাতির আক্রমণে শিশু মৃত্যুর এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত শিশুর বাবা মোহাম্মদ ইব্রাহীম জানান, শুক্রবার রাতে একটি বন্য হাতি এসে আমাদের টিনের ঘর ভাঙচুর করে। এ সময় প্রাণ বাঁচতে আমার স্ত্রী খজিমা বেগম তিন মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে ঘর থেকে বের হতে গিয়ে হাতিটি সামনে পড়েন। হাতিটি শুঁড় দিয়ে আমার বাচ্চাকে তুলে আছাড় দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গুরুতর আহত হয় আমার স্ত্রী। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয় মো. মামুন জানান, এই এলাকায় হাতির আক্রমণে একের পর এক মানুষের প্রাণ যাচ্ছে। সবশেষ শিকার তিন মাসের নিষ্পাপ বাচ্চাটি। অথচ কোনও সমাধান দিতে পারছে না কর্তৃপক্ষ। রাত হলে আতঙ্কে থাকি। আমরা বন বিভাগ ও প্রশাসনের কাছে এর প্রতিকার চাই। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ শিক্ষা উপদেষ্টার
ইথিওপিয়ার সাড়ে ৬ লক্ষ নারী ও শিশুর খাদ্য সহায়তা বন্ধ ডব্লিউএফপি’র
ঢাবি গবেষণা সংসদের নবীন বরণ অনুষ্ঠিত
বিএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউ ইউনিট চালু
এসএসসিতে পরীক্ষার্থী অনুপস্থিতির কারণ অনুসন্ধানের নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখতে চায় ‘টিকা’
সাঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব তুলিপকে পদ থেকে অব্যাহতি
সব হাসপাতালে ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩১ জন হাসপাতালে ভর্তি
স্ত্রী-কন্যাসহ রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে দুদকের মামলা
১০