কর্ণফুলীতে হাতির আক্রমণে প্রাণ গেলো ৩ মাসের শিশুর, মা আহত 

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৬:৫৯
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম, ২২ মার্চ, ২০২৫ (বাসস): চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ মীরপুরে হাতির আক্রমণে মো. আরমান জাওয়াদ নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন ওই শিশুটির মা খজিমা বেগম (৩০)। 

এ ঘটনায় শনিবার (২২ মার্চ) সকাল থেকে শিশুটির মরদেহ নিয়ে পেকুয়া-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এলাকা থেকে বন্য হাতিটি সরানোর দাবি জানান তারা। অবরোধের কারণে সড়কের উভয় পাশে প্রায় দীর্ঘ আট কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে ৬ ঘণ্টা পর শনিবার দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহার করে সড়ক ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

এর আগে শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বড় উঠানের শাহমীরপুর জমাদারপাড়া এলাকায় হাতির আক্রমণে শিশু মৃত্যুর এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত শিশুর বাবা মোহাম্মদ ইব্রাহীম জানান, শুক্রবার রাতে একটি বন্য হাতি এসে আমাদের টিনের ঘর ভাঙচুর করে। এ সময় প্রাণ বাঁচতে আমার স্ত্রী খজিমা বেগম তিন মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে ঘর থেকে বের হতে গিয়ে হাতিটি সামনে পড়েন। হাতিটি শুঁড় দিয়ে আমার বাচ্চাকে তুলে আছাড় দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গুরুতর আহত হয় আমার স্ত্রী। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয় মো. মামুন জানান, এই এলাকায় হাতির আক্রমণে একের পর এক মানুষের প্রাণ যাচ্ছে। সবশেষ শিকার তিন মাসের নিষ্পাপ বাচ্চাটি। অথচ কোনও সমাধান দিতে পারছে না কর্তৃপক্ষ। রাত হলে আতঙ্কে থাকি। আমরা বন বিভাগ ও প্রশাসনের কাছে এর প্রতিকার চাই। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
১০