দিনাজপুরে চারদিনব্যাপী গ্রাম আদালতবিষয়ক প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৭:১৮ আপডেট: : ২২ মার্চ ২০২৫, ১৭:৫৮
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক চারদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু। ছবি: বাসস

দিনাজপুর, ২২ মার্চ ২০২৫ (বাসস) : জেলায় আজ দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক চারদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ শনিবার দুপুর ১২ টায় দিনাজপুর শহরের বালুবাড়িতে পল্লী শ্রী-এর প্রশিক্ষণ মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন কোর্স ডিরেক্টর ও দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও কোর্স সমন্বয়কারী মো. রিয়াজ উদ্দিন। 

প্রশিক্ষণ অনুষ্ঠানে গ্রাম আদালতের বিচার ব্যবস্থা, গ্রাম আদালত ও শালিসের মধ্যে পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি বা শক্তি, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সহ অন্যান্য বিষয়ের উপর আলোচনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ময়নুল হক। 

প্রকল্প পরিচিতি-সহ প্রশিক্ষণ পূর্ব মূল্যায়ন বিষয়ে আলোচনায় অংশ নেন এভিসিবি-৩ প্রকল্প’র জেলা ব্যবস্থাপক মো. আবু বক্কর সিদ্দিক।

এ ছাড়া প্রশিক্ষণে বিভিন্ন অধিবেশনে প্রারম্ভিক আলোচনা করা হয়। গ্রাম আদালতের উপর নির্মিত শিখন বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়। সমঝোতা মূলক বিচার ব্যবস্থার অন্তনিহীত তাৎপর্যের বিষয় গুলো উপস্থাপন করা হয়। মামলার ধরন, গ্রাম আদালতের এখতিয়ার ও ক্ষমতা বিশ্লেষণ করা হয়। গ্রাম আদালতের বিচার যোগ্য মামলাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণে আলোচনা  করা হয়।

চারদিন ব্যাপি এ প্রশিক্ষণে দিনাজপুর জেলার ১৩ টি উপজেলার ৫৬ জন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে বিশ্ব ডাক দিবস উদযাপিত
ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণার পরও গাজায় হামলা
জিম্মিদের ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে: ইসরাইলি সেনাবাহিনী
গাজাকে ‘শান্তিপূর্ণ’ রাখতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে: ট্রাম্প
পিরোজপুরে মোবাইল কোর্টের অভিযানে আড়াই হাজার মিটার নিষিদ্ধ জাল ধ্বংস
দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
মতামত সমন্বয় করে সরকারকে জানাবে জাতীয় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
ছাতকে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ফিলিপাইনে ৪.৮ মাত্রার ভূমিকম্প
১০