দিনাজপুরে চারদিনব্যাপী গ্রাম আদালতবিষয়ক প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৭:১৮ আপডেট: : ২২ মার্চ ২০২৫, ১৭:৫৮
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক চারদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু। ছবি: বাসস

দিনাজপুর, ২২ মার্চ ২০২৫ (বাসস) : জেলায় আজ দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক চারদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ শনিবার দুপুর ১২ টায় দিনাজপুর শহরের বালুবাড়িতে পল্লী শ্রী-এর প্রশিক্ষণ মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন কোর্স ডিরেক্টর ও দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও কোর্স সমন্বয়কারী মো. রিয়াজ উদ্দিন। 

প্রশিক্ষণ অনুষ্ঠানে গ্রাম আদালতের বিচার ব্যবস্থা, গ্রাম আদালত ও শালিসের মধ্যে পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি বা শক্তি, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সহ অন্যান্য বিষয়ের উপর আলোচনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ময়নুল হক। 

প্রকল্প পরিচিতি-সহ প্রশিক্ষণ পূর্ব মূল্যায়ন বিষয়ে আলোচনায় অংশ নেন এভিসিবি-৩ প্রকল্প’র জেলা ব্যবস্থাপক মো. আবু বক্কর সিদ্দিক।

এ ছাড়া প্রশিক্ষণে বিভিন্ন অধিবেশনে প্রারম্ভিক আলোচনা করা হয়। গ্রাম আদালতের উপর নির্মিত শিখন বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়। সমঝোতা মূলক বিচার ব্যবস্থার অন্তনিহীত তাৎপর্যের বিষয় গুলো উপস্থাপন করা হয়। মামলার ধরন, গ্রাম আদালতের এখতিয়ার ও ক্ষমতা বিশ্লেষণ করা হয়। গ্রাম আদালতের বিচার যোগ্য মামলাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণে আলোচনা  করা হয়।

চারদিন ব্যাপি এ প্রশিক্ষণে দিনাজপুর জেলার ১৩ টি উপজেলার ৫৬ জন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ শিক্ষা উপদেষ্টার
ইথিওপিয়ার সাড়ে ৬ লক্ষ নারী ও শিশুর খাদ্য সহায়তা বন্ধ ডব্লিউএফপি’র
ঢাবি গবেষণা সংসদের নবীন বরণ অনুষ্ঠিত
বিএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউ ইউনিট চালু
এসএসসিতে পরীক্ষার্থী অনুপস্থিতির কারণ অনুসন্ধানের নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখতে চায় ‘টিকা’
সাঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব তুলিপকে পদ থেকে অব্যাহতি
সব হাসপাতালে ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩১ জন হাসপাতালে ভর্তি
স্ত্রী-কন্যাসহ রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে দুদকের মামলা
১০