দিনাজপুরে চারদিনব্যাপী গ্রাম আদালতবিষয়ক প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৭:১৮ আপডেট: : ২২ মার্চ ২০২৫, ১৭:৫৮
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক চারদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু। ছবি: বাসস

দিনাজপুর, ২২ মার্চ ২০২৫ (বাসস) : জেলায় আজ দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক চারদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ শনিবার দুপুর ১২ টায় দিনাজপুর শহরের বালুবাড়িতে পল্লী শ্রী-এর প্রশিক্ষণ মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন কোর্স ডিরেক্টর ও দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও কোর্স সমন্বয়কারী মো. রিয়াজ উদ্দিন। 

প্রশিক্ষণ অনুষ্ঠানে গ্রাম আদালতের বিচার ব্যবস্থা, গ্রাম আদালত ও শালিসের মধ্যে পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি বা শক্তি, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সহ অন্যান্য বিষয়ের উপর আলোচনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ময়নুল হক। 

প্রকল্প পরিচিতি-সহ প্রশিক্ষণ পূর্ব মূল্যায়ন বিষয়ে আলোচনায় অংশ নেন এভিসিবি-৩ প্রকল্প’র জেলা ব্যবস্থাপক মো. আবু বক্কর সিদ্দিক।

এ ছাড়া প্রশিক্ষণে বিভিন্ন অধিবেশনে প্রারম্ভিক আলোচনা করা হয়। গ্রাম আদালতের উপর নির্মিত শিখন বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়। সমঝোতা মূলক বিচার ব্যবস্থার অন্তনিহীত তাৎপর্যের বিষয় গুলো উপস্থাপন করা হয়। মামলার ধরন, গ্রাম আদালতের এখতিয়ার ও ক্ষমতা বিশ্লেষণ করা হয়। গ্রাম আদালতের বিচার যোগ্য মামলাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণে আলোচনা  করা হয়।

চারদিন ব্যাপি এ প্রশিক্ষণে দিনাজপুর জেলার ১৩ টি উপজেলার ৫৬ জন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএমইউতে ক্যান্সারের আধুনিক চিকিৎসা বিষয়ে একাডেমিক সেশন
এক মাসে ১ লাখ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ডিএনসিসি
ইসি শতভাগ প্রস্তুত: ফেব্রুয়ারির প্রথমভাগেই সংসদ নির্বাচন সম্ভব
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
১০