সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে মাদকসহ ভারতীয় মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৯:২৮
শনিবার সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে মাদকসহ ভারতীয় মালামাল জব্দ। ছবি: বাসস

সাতক্ষীরা, ২২ মার্চ ২০২৫ (বাসস): জেলার সদর ও কলারোয়া উপজেলায় আজ চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন সীমান্ত থেকে মাদক, শাড়ি ও থ্রি-পিস সহ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, গাজীপুর, তলুইগাছা, ঝাউডঙ্গা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল লক্ষীদাড়ি নামক স্থান হতে ভারতীয় শাড়ি, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল বোস্তানের ঘের নামক স্থান হতে ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল চারাবাড়ি নামক স্থান হতে ভারতীয় থ্রি-পিস জব্দ করে। 

এছাড়া কলারোয়া উপজেলার মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বানঘাট নামক স্থান হতে পাঁচশ’ পিচ ভারতীয় অনাগ্রা ট্যাবলেট, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল চারাবাড়ি নামক স্থান হতে ভারতীয় কসমেটিক্স ও খাদ্য সামগ্রী এবং কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী ও কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও বোরকা জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক তিনলাখ চারহাজার সাতশ’ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক জানান, চোরাকারবারীরা অবৈধভাবে বিভিন্ন মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদ জামায়াতের
নাটোরে পিআইবি’র মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত
পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ: মিয়া গোলাম পরওয়ার
এবি পার্টি ঢাকা উত্তরের আহ্বায়ক সেলিম, সদস্যসচিব সামিউল
রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাঈমুলসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট
জন্মাষ্টমীতে বগুড়ায় মঙ্গল শোভাযাত্রা
নানা আয়োজনে নীলফামারীতে জন্মাষ্টমী পালিত
চট্টগ্রাম মহানগরে ‘আপ বাংলাদেশ’র কমিটি : আহ্বায়ক আবীর, সদস্যসচিব মাহী
১০