পঞ্চগড়ে রেশম চাষী সমাবেশ

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৯:৩১ আপডেট: : ২২ মার্চ ২০২৫, ১৯:৩৬
শনিবার দুপুরে পঞ্চগড়ে রেশম চাষী সমাবেশ। ছবি : বাসস

পঞ্চগড়, ২২ মার্চ ২০২৫ (বাসস): জেলার বোদা উপজেলায় আজ রেশম চাষী ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দুপুরে বোদা উপজেলার সাকোয়া এলাকায় অবস্থিত আঞ্চলিক রেশম সম্প্রসারণ কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বোদা, পঞ্চগড় সদর এবং দেবীগঞ্জ উপজেলার শতাধিক রেশম চাষি অংশ নেন।

এ উপলক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সাকোয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে, রেশম সম্প্রসারণ কেন্দ্রে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ড. এম এ মান্নান অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।  

আঞ্চলিক রেশম সম্প্রসারন কার্যালয়ের উপ-পরিচালক মো. মাহবুব উল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক এমদাদুল রাবী, প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, মনিটরিং কর্মকর্তা নাসির উদ্দিন, সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান প্রমুখ।

রেশম সম্প্রসারণ কেন্দ্র সূত্রে জানা যায়, পঞ্চগড়ে ৪৩ টি ফার্মিং তুত বাগান রয়েছে। তুত গাছ রয়েছে ৭৯ হাজার ছয়শ’টি। পলু ঘর রয়েছে ২৫টি। ২০২৪-২৫ অর্থবছরে ৭৭ জনকে পলু পালন সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। শতাধিক চাষি ১৭ হাজার ২০০ ডিম পালন করছেন। এসব ডিম থেকে একহাজার ৩২৩ কেজি রেশমী সুতা উৎপাদিত হবে। যার বাজার মুল্য প্রায় ৬৫ লাখ টাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণার পরও গাজায় হামলা
জিম্মিদের ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে: ইসরাইলি সেনাবাহিনী
গাজাকে ‘শান্তিপূর্ণ’ রাখতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে: ট্রাম্প
পিরোজপুরে মোবাইল কোর্টের অভিযানে আড়াই হাজার মিটার নিষিদ্ধ জাল ধ্বংস
দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
মতামত সমন্বয় করে সরকারকে জানাবে জাতীয় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
ছাতকে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ফিলিপাইনে ৪.৮ মাত্রার ভূমিকম্প
শহিদুল আলমকে আটকের ছবিটি এআই দিয়ে তৈরি: রিউমার স্ক্যানার
১০