পঞ্চগড়ে রেশম চাষী সমাবেশ

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৯:৩১ আপডেট: : ২২ মার্চ ২০২৫, ১৯:৩৬
শনিবার দুপুরে পঞ্চগড়ে রেশম চাষী সমাবেশ। ছবি : বাসস

পঞ্চগড়, ২২ মার্চ ২০২৫ (বাসস): জেলার বোদা উপজেলায় আজ রেশম চাষী ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দুপুরে বোদা উপজেলার সাকোয়া এলাকায় অবস্থিত আঞ্চলিক রেশম সম্প্রসারণ কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বোদা, পঞ্চগড় সদর এবং দেবীগঞ্জ উপজেলার শতাধিক রেশম চাষি অংশ নেন।

এ উপলক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সাকোয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে, রেশম সম্প্রসারণ কেন্দ্রে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ড. এম এ মান্নান অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।  

আঞ্চলিক রেশম সম্প্রসারন কার্যালয়ের উপ-পরিচালক মো. মাহবুব উল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক এমদাদুল রাবী, প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, মনিটরিং কর্মকর্তা নাসির উদ্দিন, সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান প্রমুখ।

রেশম সম্প্রসারণ কেন্দ্র সূত্রে জানা যায়, পঞ্চগড়ে ৪৩ টি ফার্মিং তুত বাগান রয়েছে। তুত গাছ রয়েছে ৭৯ হাজার ছয়শ’টি। পলু ঘর রয়েছে ২৫টি। ২০২৪-২৫ অর্থবছরে ৭৭ জনকে পলু পালন সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। শতাধিক চাষি ১৭ হাজার ২০০ ডিম পালন করছেন। এসব ডিম থেকে একহাজার ৩২৩ কেজি রেশমী সুতা উৎপাদিত হবে। যার বাজার মুল্য প্রায় ৬৫ লাখ টাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
মাদক বহনের দায়ে গ্রেফতার কির্টন
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
উৎসবমুখর পরিবেশে সাইকেল লেন দিবস উদযাপিত
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
১০