পঞ্চগড়ে রেশম চাষী সমাবেশ

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৯:৩১ আপডেট: : ২২ মার্চ ২০২৫, ১৯:৩৬
শনিবার দুপুরে পঞ্চগড়ে রেশম চাষী সমাবেশ। ছবি : বাসস

পঞ্চগড়, ২২ মার্চ ২০২৫ (বাসস): জেলার বোদা উপজেলায় আজ রেশম চাষী ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দুপুরে বোদা উপজেলার সাকোয়া এলাকায় অবস্থিত আঞ্চলিক রেশম সম্প্রসারণ কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বোদা, পঞ্চগড় সদর এবং দেবীগঞ্জ উপজেলার শতাধিক রেশম চাষি অংশ নেন।

এ উপলক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সাকোয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে, রেশম সম্প্রসারণ কেন্দ্রে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ড. এম এ মান্নান অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।  

আঞ্চলিক রেশম সম্প্রসারন কার্যালয়ের উপ-পরিচালক মো. মাহবুব উল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক এমদাদুল রাবী, প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, মনিটরিং কর্মকর্তা নাসির উদ্দিন, সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান প্রমুখ।

রেশম সম্প্রসারণ কেন্দ্র সূত্রে জানা যায়, পঞ্চগড়ে ৪৩ টি ফার্মিং তুত বাগান রয়েছে। তুত গাছ রয়েছে ৭৯ হাজার ছয়শ’টি। পলু ঘর রয়েছে ২৫টি। ২০২৪-২৫ অর্থবছরে ৭৭ জনকে পলু পালন সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। শতাধিক চাষি ১৭ হাজার ২০০ ডিম পালন করছেন। এসব ডিম থেকে একহাজার ৩২৩ কেজি রেশমী সুতা উৎপাদিত হবে। যার বাজার মুল্য প্রায় ৬৫ লাখ টাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
১০