সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ২০:০২
ছবি : সংগৃহীত

খুলনা, ২২মার্চ, ২০২৫(বাসস) : সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। 

আজ শনিবার বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখেন বনসংলগ্ন এলাকার বাসিন্দারা। পরে বিকেলে বন বিভাগ আগুনের বিষয়টি নিশ্চিত করে এবং তা নেভানোর চেষ্টা শুরু করে।

স্থানীয়রা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে খাল থেকে আগুন লাগার স্থানের  দূরত্ব বেশি হওয়াতে পানির উৎসের অভাবে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়াতে না পারে সে জন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস বাসসকে বলেন, আশপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহিন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম সুন্দরবনে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন  আমি বনকর্মীদের সাথে ঘটনাস্থলে গিয়েছি এবং আগুনের  পরিস্থিতি সম্পর্কে পরবর্তীতে মূল্যায়ন করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
১০