সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ২০:০২
ছবি : সংগৃহীত

খুলনা, ২২মার্চ, ২০২৫(বাসস) : সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। 

আজ শনিবার বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখেন বনসংলগ্ন এলাকার বাসিন্দারা। পরে বিকেলে বন বিভাগ আগুনের বিষয়টি নিশ্চিত করে এবং তা নেভানোর চেষ্টা শুরু করে।

স্থানীয়রা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে খাল থেকে আগুন লাগার স্থানের  দূরত্ব বেশি হওয়াতে পানির উৎসের অভাবে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়াতে না পারে সে জন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস বাসসকে বলেন, আশপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহিন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম সুন্দরবনে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন  আমি বনকর্মীদের সাথে ঘটনাস্থলে গিয়েছি এবং আগুনের  পরিস্থিতি সম্পর্কে পরবর্তীতে মূল্যায়ন করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈদেশিক মুদ্রায় পরীক্ষার ফি পরিশোধের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ শিক্ষা উপদেষ্টার
ইথিওপিয়ার সাড়ে ৬ লক্ষ নারী ও শিশুর খাদ্য সহায়তা বন্ধ ডব্লিউএফপি’র
ঢাবি গবেষণা সংসদের নবীন বরণ অনুষ্ঠিত
বিএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউ ইউনিট চালু
এসএসসিতে পরীক্ষার্থী অনুপস্থিতির কারণ অনুসন্ধানের নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখতে চায় ‘টিকা’
সাঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব তুলিপকে পদ থেকে অব্যাহতি
সব হাসপাতালে ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩১ জন হাসপাতালে ভর্তি
১০