চট্টগ্রামে যানজট কমাতে নতুন ব্রিজ এলাকায় বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ২০:০৯ আপডেট: : ২২ মার্চ ২০২৫, ২১:৩১
শনিবার চট্টগ্রামে বাস টার্মিনাল নির্মাণের অগ্রগতি পরিদর্শনে চসিক মেয়র শাহাদাত হোসেন। ছবি : বাসস

চট্টগ্রাম, ২২ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে যানজট নিরসনের লক্ষ্যে কর্ণফুলী নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

আজ শনিবার এ প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনের সময় মেয়র বলেন, ‘চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা যানজট। বিশেষ করে কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় অবৈধ যানবাহন ও অপরিকল্পিত পার্কিংয়ের কারণে প্রতিদিন অসংখ্য মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এ সমস্যা সমাধানে আমরা এখানে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, বাস টার্মিনালটি নির্মাণ হলে দূরপাল্লার বাস ও নগরীর বিভিন্ন রুটের যানবাহনগুলোর জন্য নির্দিষ্ট স্থান থাকবে। ফলে এলোমেলোভাবে গাড়ি পার্কিংয়ের প্রবণতা কমবে এবং যানজট অনেকাংশে হ্রাস পাবে।

এরপর মেয়র নতুন ব্রিজ সংলগ্ন বশিরুজ্জামান চত্বর এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুততার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।

মেয়র আশাবাদ ব্যক্ত করেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ অংশের যানজট পরিস্থিতি উন্নত হবে এবং সাধারণ জনগণের চলাচল আরও সহজ হবে। পটিয়া, আনোয়ারা, বাঁশখালি অঞ্চলের মানুষদের যাতায়াতের ভোগান্তি কমবে।

পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, কর্ণফুলী নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় বাস টার্মিনাল নির্মাণের প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং এটি বাস্তবায়ন হলে নগরীর গুরুত্বপূর্ণ পরিবহন সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএমইউতে ক্যান্সারের আধুনিক চিকিৎসা বিষয়ে একাডেমিক সেশন
এক মাসে ১ লাখ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ডিএনসিসি
ইসি শতভাগ প্রস্তুত: ফেব্রুয়ারির প্রথমভাগেই সংসদ নির্বাচন সম্ভব
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
১০