পতিত স্বৈরাচার হাসিনার বিচার ছাড়া কোনো আপস হবে না : ফারজানা দিনা

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ২০:৫১
এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা। ছবি : সংগৃহীত

রংপুর, ২২ মার্চ, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ফারজানা দিনা বলেছেন, খুনি হাসিনার বিচার ছাড়া কোনো আপস হবে না। স্বৈরাচার পতন পরবর্তী রাজনৈতিক সংকট নিরসনে গণপরিষদ নির্বাচন প্রয়োজন। এ জন্য আমাদের মধ্যে ঐকমত্য গঠন করে সেকেন্ড রিপাবলিক হিসেবে নতুন বাংলাদেশ বিনির্মাণের উপর গুরুত্ব দিতে হবে।

আজ শনিবার নগরীর ঐতিহাসিক কালেক্টর ঈদগাহ মাঠে রংপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

দেশের সার্বভৌমত্ব ও অধিকারের লড়াইয়ে সকল আহত ও আত্মদানকারী ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাসহ, ছাত্র-শ্রমিক-জনতা, ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এই  ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ফারজানা দিনা বলেন, পতিত আওয়ামী ফ্যাসিস্ট ও তার দোসররা আবারো মাথাচাড়া দেয়ার চেস্টা করছে। তাদেরকে পুনর্বাসন করতে বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। আগে খুনি হাসিনার এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি রংপুরের উন্নয়নে স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা যে দলের বা রাজনৈতিক আদর্শের হই না কেন, আমাদের লক্ষ্য থাকবে রংপুরকে এগিয়ে নেওয়া।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর সদস্য সচিব রহমত আলীর সঞ্চালনায়  ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা, গণঅধিকার পরিষদ নেতা হানিফ খান সজিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, বেরোবি সমন্বয়ক আশিকুর রহমান আশিক প্রমুখ। 

এ ছাড়া অন্যান্যের মধ্যে শহীদ পরিবারের সদস্যসহ জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের অনেকেই বক্তব্য রাখেন।

আলোচনা পর্ব শেষে দেশে শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্যসহ জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত এবং গাজাবাসীর স্মরণে দোয়া মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈদেশিক মুদ্রায় পরীক্ষার ফি পরিশোধের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ শিক্ষা উপদেষ্টার
ইথিওপিয়ার সাড়ে ৬ লক্ষ নারী ও শিশুর খাদ্য সহায়তা বন্ধ ডব্লিউএফপি’র
ঢাবি গবেষণা সংসদের নবীন বরণ অনুষ্ঠিত
বিএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউ ইউনিট চালু
এসএসসিতে পরীক্ষার্থী অনুপস্থিতির কারণ অনুসন্ধানের নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখতে চায় ‘টিকা’
সাঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব তুলিপকে পদ থেকে অব্যাহতি
সব হাসপাতালে ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩১ জন হাসপাতালে ভর্তি
১০