চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে আরও ৬৩ আওয়ামী নেতাকর্মী গ্রেফতার

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ২১:১৩

চট্টগ্রাম, ২২ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি রোধে নগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরও ৬৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা সবাই বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী।

আজ শনিবার বিকেলে নগর পুলিশের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন বন্দর থানার আসামি মো. আলী হায়দার লিকন কান্ত (৩০)। আকবরশাহ থানার আসামি মো. আবদুর রহমান (২৫), মো. মনির হোসেন (৩৬), মো. সুজন (২৮), মো. রুবেল (২৬), মো. বেলাল (৪২)। চাঁন্দগাও থানার আসামি মো. সোহাগ (২৮), মো. শাহেদুল ইসলাম আনন্দ (২২), মো. মইন উদ্দিন রাজু (২৯), মো. ফারুক (৪০), মো. এহসানুল কবির প্রকাশ রিয়াদ (২২), মো. রাজীব (১৯), মো. আইয়ুব আলী (৫৭), মো. রফিক (৫৫), মো. জামাল (৫২), মো. সাইফুল ইসলাম (৩০), মো. সুজন মিয়া (৩০), মো. আব্বাস উদ্দিন (২৪), মো. আব্দুল মালেক (৫৬)। ইপিজেড থানার আসামি মো. আবুল কাশেম (৬৫)। 

পাঁচলাইশ মডেল থানার আসামি মো. ইয়াসিন আরাফাত (৩৮), আব্দুল আল ফাইয়াজ (২৪)। পাহাড়তলী থানার আসামি আকবরশাহ্ থানা যুবলীগের সংগঠক পারভেজ উদ্দিন সজল (২৯)। ডবলমুরিং মডেল থানার আসামি মো. শরীফ মাহমুদ অপু (৪৩), আব্দুল শুক্কুর (২২), বেলায়েত হোসেন (২০), মো. মিজান (২৯), মো. রাজিব (৩৫), বিজয় বিশ্বাস (২০), খায়রুল আমিন মিঠু প্রকাশ জুনিয়র মিঠু (২৫), মো. বাদশাহ (২০)। হালিশহর থানার আসামি মো. লোকমান হোসেন প্রকাশ লোকমান ড্রাইভার (৫০), মো. হোসেন (২২), মো. রাব্বি হোসেন হৃদয় (২৭), মো. আল আমিন (২০), মো. দিদারুল ইসলাম প্রকাশ দিদার (২১)। 

বাকলিয়া থানার আসামি আব্দুল হামিদ (২৯), মো. জীবন (২৬), মো. রুহুল আমীন (৩০), আলাউদ্দিন (৫৮), আবদুল্লাহ আল হারুন (৬০), মো. শাকিব (২৫), ফরহাদ (২৮)। কর্ণফুলী থানার আসামি জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. অছি মিয়া (৪০)। খুলশী থানার আাসামি মো. ফয়সাল (২৪), মো. সামিউল (১৯), মো. বাবু মিয়া (৩৫)। বায়েজিদ বোস্তামী থানার আসামি আবু হানিফ প্রকাশ বাদল (২৭), রফিকুল আলম লিটন (২৪), মো. রাশেদ (৪২), মো. ইউসুফ (২৬), ইয়াকুব (৩৫), মো. জসিম (৫০)। সদরঘাট থানার আসামী মো. সিয়াম (১৯), মো. রুবেল (২০), মো. রিয়াজ (২৯)। কোতোয়ালী থানার আসামি আব্দুর রহিম (৩৫), মেহেরাজ রহমান রাকিব (২৯), সাজ্জাদুর রহমান সজীব (২২)। পতেঙ্গা থানার আসামী মো. আরমান (২০) ও চকবাজার থানার আসামি মো. ইউনুস (৩৭), মো. আলামিন (৩০), মাইন উদ্দিন (২৪)।

বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে ৬৩ জনকে গ্রেফতার করা রয়েছে। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সীমান্ত নিয়ে আলোচনার জন্য ভারত সফরে যাচ্ছেন চীনের শীর্ষ কূটনীতিক
ইউক্রেনে ৮৫টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া: কিয়েভ
ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদ জামায়াতের
নাটোরে পিআইবি’র মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত
পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ: মিয়া গোলাম পরওয়ার
এবি পার্টি ঢাকা উত্তরের আহ্বায়ক সেলিম, সদস্যসচিব সামিউল
রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাঈমুলসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট
জন্মাষ্টমীতে বগুড়ায় মঙ্গল শোভাযাত্রা
১০