লালমনিরহাট সীমান্তে ৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ২২:৫৩
ছবি : বাসস

লালমনিরহাট, ২২ মার্চ, ২০২৫ (বাসস): লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শনিবার দুপুরে দহগ্রামের পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী তাদের ফেরত দেওয়ার  বিষয়টি নিশ্চিত করেন। 

ওমর ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর সঞ্জীব কুমারের নেতৃত্বে বিএসএফের ৫ সদস্য পতাকা বৈঠকে অংশ নেন। বিজিবির পক্ষ থেকে ৬ সদস্যের নেতৃত্ব দেন রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী।

আটক ৫ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করেন বিএসএফ।

এর আগে গতকাল  শুক্রবার বিকেলে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ান এর পানবাড়ি বিওপির তিনবিঘা করিডর শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

আটককৃতরা হলেন, ফরিদ ইসলামের সন্তান ফেরদৌস ফরহাদ রশনি (২৬) , আনোয়ার হোসেনের সন্তান ফরিদ ইসলাম ওরফে হৃদয় হাসান সারওয়ার নুরজাহান(২৮),  মোয়াজ্জেম হোসেনের সন্তান হামিদুল ইসলাম রিয়া মনি(২৭) । এ তিন জনের সকলেই  ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। অপর দুজন হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী এলাকার বাসিন্দা আহমাদ আলীর ছেলে আদম আলী (৫২), আদম আলীর স্ত্রী আমিনা বিবি (৪২)। 

রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব হোসেন বলেন, আলোচনার পর ৫ বাংলাদেশিকে ফেরত দেয় ভারতীয়  সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল লন্ডনে বৈঠক করবে ইউক্রেনের মিত্ররা
ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার
বৈদেশিক মুদ্রায় পরীক্ষার ফি পরিশোধের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ শিক্ষা উপদেষ্টার
ইথিওপিয়ার সাড়ে ৬ লক্ষ নারী ও শিশুর খাদ্য সহায়তা বন্ধ ডব্লিউএফপি’র
ঢাবি গবেষণা সংসদের নবীন বরণ অনুষ্ঠিত
বিএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউ ইউনিট চালু
এসএসসিতে পরীক্ষার্থী অনুপস্থিতির কারণ অনুসন্ধানের নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখতে চায় ‘টিকা’
সাঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব তুলিপকে পদ থেকে অব্যাহতি
১০