খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ইউট্যাব শেকৃবি শাখার ইফতার মাহফিল

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০০:২৯
ছবি : বাসস

ঢাকা, ২২ মার্চ ২০২৫ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা। আজ শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ইফতারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, ইউট্যাবের সাধারন সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউট্যাব, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। 

এ সময় ড. মো. মাসুমা হাবিব বলেন, ইউট্যাবে আজকে যারা এখানে এসেছেন তাদের সাথে আমরা রাজপথে একসাথে লড়াই করেছি। ইউট্যাব আমাদের শিক্ষক সমাজের আত্মীক সম্পর্কের জায়গা। আমাদের সুসময় এখনও আসেনি, তাই আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।

ড. মো. ওবায়দুল ইসলাম ইউট্যাবের নবনির্বাচিত টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নির্দেশ করে আমরা এখনও ভালো অবস্থায় নেই। সম্প্রতি সেনাবাহিনীর ব্যাপারটি নিয়ে যেভাবে সারাদেশে আন্দোলন ও উত্তেজনা তাতে আমাদের উদ্বিগ্ন হওয়ার কারন আছে। গত ১৭ বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি সেটি যাতে আবার ফিরে না আসে সেদিক থেকে আমাদের সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।

সভাপতি অধ্যাপক ড. আব্দুল লতিফ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ভবিষ্যতে ইউট্যাবের কার্যক্রমে সকলের অংশগ্রনের আহ্বান রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএমইউতে ক্যান্সারের আধুনিক চিকিৎসা বিষয়ে একাডেমিক সেশন
এক মাসে ১ লাখ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ডিএনসিসি
ইসি শতভাগ প্রস্তুত: ফেব্রুয়ারির প্রথমভাগেই সংসদ নির্বাচন সম্ভব
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
১০