আমতলী-ঢাকা নদী পথে ৪টি লঞ্চ চালুর উদ্যোগ

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:৫৪
ঈদ উপলক্ষে বরগুনার আমতলী থেকে ঢাকা পথে লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। ছবি: বাসস

বরগুনা, ২৩ মার্চ, ২০২৫ (বাসস): টানা এক বছর বন্ধ থাকার পরে বরগুনার আমতলী থেকে ঢাকা নদী পথে পুনরায় লঞ্চ চলাচল শুরু হচ্ছে।  আগামী ২৬ মার্চ থেকে এ রুটে মোট ৪টি লঞ্চ পর্যায়ক্রমে চলাচল করবে। ইয়াদ ৭ লঞ্চের মালিক মামুনুর রহমান জানিয়েছেন, ঈদে যাত্রী সেবার কথা চিন্তা করেই লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

২০২২ সালের ২৫ জুন তারিখে পদ্মা সেতু চালুর পরে দক্ষিণাঞ্চলে লঞ্চগুলো যাত্রী সংঙ্কটে পড়ে। এতে আমতলী-ঢাকা নদী পথে লঞ্চ সার্ভিস বন্ধ হয়ে যায়। গত তিন বছর ধরে এ পথে লঞ্চ সার্ভিস বন্ধ থাকে। প্রতিবছর ঈদ আসলে লঞ্চ সার্ভিস সাময়িক চালু হয়। এ বছরও ঈদ উপলক্ষে আমতলী-ঢাকা পথে লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ। আগামী ২৬ মার্চ থেকে পর্যায়ক্রমে এমভি সুন্দরবন-৭, এমভি ইয়াদ-৭, এমভি ইয়াদ-৩ ও এমভি শরীয়তপুর-৩ এ ৪টি লঞ্চ চলাচল করবে বলে নিশ্চিত করেছেন লঞ্চ মালিক কর্তৃপক্ষ। যাত্রী সেবার মান ও নিরাপত্তায় লঞ্চ কর্তৃপক্ষ সব কার্যক্রম সম্পন্ন করেছেন বলে জানান তারা। 

একজন উৎসাহী যাত্রী, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মো. কামরুল ইসলাম বলেন, পরিবার পরিজন নিয়ে গাড়ীতে চলাচল করা অত্যান্ত ঝুঁকির। শুনেছি ঈদ উপলক্ষে লঞ্চ সার্ভিস চালু হবে। তাই ভাবছি লঞ্চে গ্রামের বাড়িত যাব। তিনি আরো বলেন, লঞ্চে যেতে সময় বেশি লাগলেও এ যাত্রা নিরাপদ ও আরামদায়ক।

এমভি ইয়াদ-৩ লঞ্চের কেবিন ইনচার্জ মো. রাহাত তালুকদার জানান, ঈদ উপলক্ষে আমতলী-ঢাকা নদী পথে লঞ্চ সার্ভিস চালু হবে। ইতোমধ্যে কেবিন বুকিং চলছে। তবে যাত্রীর চাপ কম। তিনি আরো বলেন, ঈদ কাছাকাছি আসলে যাত্রীর চাপ বাড়বে। 

বরগুনা বিআইডব্লিউএ’র সহকারী পরিচালক নির্মল কুমার রায় জানান, লঞ্চ চালুর বিষয়টি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। যাত্রীদের সকল সেবা নিশ্চিত করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদ জামায়াতের
নাটোরে পিআইবি’র মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত
পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ: মিয়া গোলাম পরওয়ার
এবি পার্টি ঢাকা উত্তরের আহ্বায়ক সেলিম, সদস্যসচিব সামিউল
রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাঈমুলসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট
জন্মাষ্টমীতে বগুড়ায় মঙ্গল শোভাযাত্রা
নানা আয়োজনে নীলফামারীতে জন্মাষ্টমী পালিত
চট্টগ্রাম মহানগরে ‘আপ বাংলাদেশ’র কমিটি : আহ্বায়ক আবীর, সদস্যসচিব মাহী
১০