লিগ্যাল এইড-এ ১ লাখ ২৪ হাজার ৮০৮ কারাবন্দিকে আইনি সহায়তা

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৩:০৬

ঢাকা, ২৩ মার্চ, ২০২৫ (বাসস): জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) ১ লাখ ২৪ হাজার ৮০৮ জন কারাবন্দিকে সরকারি খরচায় আইনি সহায়তা দিয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান শুরু হয়। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্রগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল, দেশের কারাগারগুলোতে এ সেবা চালু হয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরকারি খরচায় আইনি সহায়তাপ্রাপ্ত উপকারভোগী সর্বমোট ১১ লাখ ৮২ হাজার ৭৬৭ জন। দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৪৩০’) এই আইনি সেবা প্রদান করা হয়েছে। উপকারভোগীদের মধ্যে ১ লাখ ২৪ হাজার ৮০৮ জন কারাবন্দি রয়েছেন।

তাছাড়া সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৮ হাজার ৭৬১ জন, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৯ লাখ ৩৯ হাজার ৮৩১ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ১১৭ জন এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-'১৬৪৩০') ১ লাখ ৮৫ হাজার ৫৮ জন রয়েছেন।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এ সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেবেন ট্রাম্প
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
ট্রাক একীভূতকরণের খবরে জাপানের হিনো মোটরসের শেয়ারের দাম বেড়েছে
বুরকিনায় 'সম্পূর্ণ বিশৃঙ্খলা' তৈরির ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে : সামরিক জান্তা 
টাঙ্গাইলে মুষ্টি চাল বিক্রির টাকায় রাস্তা নির্মাণ কাজ চলছে
মজুরি ৩ বছর পর পর মূল্যায়নে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ
এখনও থামেনি শহীদ রাসেলের মায়ের বুক ফাটা কান্না
সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে স্থায়ী শ্রম কমিশন গঠনের সুপারিশ
বিজয়ের বিবেকের জাগরণ : রক্তে লেখা আত্মদানের গল্প
১০