নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান ভস্মীভূত

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৩:৩৩
নোয়াখালীর সদর উপজেলায় গতরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬টি দোকান ভস্মীভূত হয়েছে। ছবি: বাসস

নোয়াখালী, ২৩ মার্চ, ২০২৫ (বাসস): নোয়াখালীর সদর উপজেলায় গতরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬টি দোকান ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের । এর আগে, শনিবার রাত পৌনে ১টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর বাজারে এ ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। 

স্থানীয়রা জানায়, ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যান। অনেকেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। রাত পৌনে ১টার দিকে হঠাৎ হোরনের চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু তার আগে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১টি কাপড় দোকান, ৩টি চায়ের দোকান, ১টি মুরগি দোকান, ৩টি মুদি দোকানসহ অন্তত ১৬টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তথ্য মতে প্রাথমিকভাবে চুলার আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানতে পেরেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদ জামায়াতের
নাটোরে পিআইবি’র মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত
পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ: মিয়া গোলাম পরওয়ার
এবি পার্টি ঢাকা উত্তরের আহ্বায়ক সেলিম, সদস্যসচিব সামিউল
রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাঈমুলসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট
জন্মাষ্টমীতে বগুড়ায় মঙ্গল শোভাযাত্রা
নানা আয়োজনে নীলফামারীতে জন্মাষ্টমী পালিত
চট্টগ্রাম মহানগরে ‘আপ বাংলাদেশ’র কমিটি : আহ্বায়ক আবীর, সদস্যসচিব মাহী
১০