গাজীপুর, ২৩ মার্চ,২০২৫ (বাসস): গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে টঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক মহাসড়কের নিমতলী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা পূবাইলের মীরের বাজার থেকে টঙ্গীর দিকে যাচ্ছিল। অটোরিকশাটি নিমতলী ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী রিকশা থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলাম বাসসকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করেছে । তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।