রাঙ্গামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবির শ্রদ্ধাঞ্জলি

বাসস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:৫৭
রাঙ্গামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৬ মার্চ ২০২৫ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। 

আজ সকালে জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবি মহাপরিচালকের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। পরে রাঙ্গামাটি সদর সেক্টরের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।  

বিজিবির কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল কাওসার মেহেদী, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ছিন্নভিন্ন দেহ শনাক্তকারী স্থানীয় ব্যক্তি দয়াল কৃষ্ণ চাকমা ও সাংবাদিকসহ স্থানীয়রা এসময় উপস্থিত ছিলেন। দয়াল কৃষ্ণ চাকমাই মুন্সী আব্দুর রউফকে সমাহিত করেন।

এ সময় বিজিবি’র সদস্যরা বিউগলের করুণ সুর বাজিয়ে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের প্রতি সশস্ত্র সালাম প্রদর্শন করেন। পরে বীরশ্রেষ্ঠের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। 

এসময় দয়াল কৃঞ্চ চাকমাকে আর্থিক অনুদান প্রদান করেন বিজিবি রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন।

পরে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে  বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। 

উল্লেখ্য, প্রতিবছর স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে এভাবেই শ্রদ্ধা নিবেদন করেন এলাকাবাসী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০