রাঙ্গামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবির শ্রদ্ধাঞ্জলি

বাসস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:৫৭
রাঙ্গামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৬ মার্চ ২০২৫ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। 

আজ সকালে জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবি মহাপরিচালকের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। পরে রাঙ্গামাটি সদর সেক্টরের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।  

বিজিবির কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল কাওসার মেহেদী, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ছিন্নভিন্ন দেহ শনাক্তকারী স্থানীয় ব্যক্তি দয়াল কৃষ্ণ চাকমা ও সাংবাদিকসহ স্থানীয়রা এসময় উপস্থিত ছিলেন। দয়াল কৃষ্ণ চাকমাই মুন্সী আব্দুর রউফকে সমাহিত করেন।

এ সময় বিজিবি’র সদস্যরা বিউগলের করুণ সুর বাজিয়ে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের প্রতি সশস্ত্র সালাম প্রদর্শন করেন। পরে বীরশ্রেষ্ঠের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। 

এসময় দয়াল কৃঞ্চ চাকমাকে আর্থিক অনুদান প্রদান করেন বিজিবি রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন।

পরে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে  বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। 

উল্লেখ্য, প্রতিবছর স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে এভাবেই শ্রদ্ধা নিবেদন করেন এলাকাবাসী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০