ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

বাসস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৪:১৮
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি: বিশ্ববিদ্যালয়

ঢাকা, ২৬ মার্চ, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আজ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিলো ২৫ মার্চ আলোচনা সভা, ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা।

আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সকল কেন্দ্রীয় ভবন ও আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাইরা সকাল ৬টায় স্মৃতি চিরন্তন চত্বরে জমায়েত হন। সেখান থেকে তারা উপাচার্যের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করেন। পরে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে বা’দ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া, কার্জন হল ও টিএসসিতে আলোকসজ্জা করা হয় এবং বিশ্ববিদ্যালয় কর্মচারীদের সন্তানদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। 

এ উপলক্ষে মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রে ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার ঘোষণা ট্রাম্পের
ইসরাইলের ওপর ক্রমবর্ধমান চাপ: সাহায্যের অপেক্ষায় গাজাবাসীরা 
জাতীয় বয়স ভিত্তিক সাঁতারের প্রথম দিনে বিকেএসপির মাইশার নতুন জাতীয় রেকর্ড
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২
শিল্পে বিনামূল্যে ভূগর্ভস্থ পানি উত্তোলন প্রথা বন্ধের নীতিমালা চূড়ান্ত হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
বরিশালে বকনা বাছুরের ওজন কম ও রুগ্ণ হওয়ায় বিতরণ না করে ফেরত
আমের মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের নেতাদের সঙ্গে সম্মেলনের আয়োজন করছে চীন 
বেরোবি’তে ‘আউটকাম-বেসড এডুকেশন: এ প্যাথওয়ে টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 
বাড্ডায় বিস্ফোরণের ঘটনায় মা-মেয়ের পর বাবাও চলে গেলেন না ফেরার দেশে
১০