স্বাধীনতা দিবসে চাঁদপুরে ৩৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

বাসস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৬:৪৯
ছবি : বাসস

চাঁদপুর, ২৬ মার্চ ২০২৫ (বাসস) : স্বাধীনতা দিবসে জেলার তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।  আজ দুপুরে চাঁদপুর ক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের এ সংবর্ধনা দেওয়া হয়। 

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত ও সাংবাদিক বিএম হান্নানের যৌথ সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, শাহজাহান গাজী, সিরাজুল ইসলাম বরকন্দাজ, মুজিবুর রহমান ও ড. কাজী হাশেম প্রমুখ। 

মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধারাই হচ্ছে আমাদের রিয়েল হিরো। পৃথিবীর বুকে বাংলাদেশের পরিচয় তাঁরাই এনে দিয়েছেন। রাষ্ট্রের কাছে মুক্তিযোদ্ধারা তাই সবচাইতে সম্মানীয় ব্যক্তি।’ 

জেলা প্রশাসক বলেন, ‘আজকের এই দিনটি বাঙালি জাতির জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালের  এই দিনে আমরা পরাধীনতা থেকে মুক্ত বা স্বাধীন হওয়ার ডাক দিয়েছি। বাঙালির তিনটি দিবসের অর্জন কখনো কেউ ছাড়িয়ে যেতে পারবে না। ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ২১ ফেব্রুয়ারি ভাষা শহিদ দিবস। এ দিনগুলোকে ছোট করে দেখার কোন সুযোগ নেই।’ 

 তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, ‘নিজেদের মধ্যে বিভক্তি করবেন না। কেউ কেউ ভুল করতে পারে। ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে তা ক্ষমা করে দিয়ে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখুন।’  

আলোচনা শেষে ৩৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিশেষ উপহার প্যাকেজ প্রদান করা হয়। জেলা প্রশাসক তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

এর আগে ভোর ৬টায় জেলার শহিদ স্মৃতিস্তম্ভ ‘অঙ্গীকার’-এর পাদদেশে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি সকল দপ্তর,  বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রেসক্লাব, সরকারি কলেজ, মহিলা কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক দলগুলো এতে অংশগ্রহণ করেন। এরপর জেলা স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০