সিলেটে ৬৮ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ২০:১৫

সিলেট, ২৬ মার্চ ২০২৫ (বাসস) : সিলেট সীমান্তে ৬৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ বুধবার ভোররাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সদস্যরা সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় শ্রীপুর, পান্থুমাই, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা এবং তামাবিল বিওপি এলাকায় এসব পণ্য আটক করেন।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে- বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, গরুর মাংস এবং বাসমতি চাল।

বিজিবি জানিয়েছে, আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৬৮ লাখ ৩২ হাজার ৪০০/- টাকা।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক নাজমুল হক জানান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুব, নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এবি পার্টি’র নির্বাচনী ইশতেহার
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির
পথশিশুদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে
কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের
জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১০