সিলেটে ৬৮ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ২০:১৫

সিলেট, ২৬ মার্চ ২০২৫ (বাসস) : সিলেট সীমান্তে ৬৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ বুধবার ভোররাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সদস্যরা সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় শ্রীপুর, পান্থুমাই, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা এবং তামাবিল বিওপি এলাকায় এসব পণ্য আটক করেন।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে- বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, গরুর মাংস এবং বাসমতি চাল।

বিজিবি জানিয়েছে, আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৬৮ লাখ ৩২ হাজার ৪০০/- টাকা।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক নাজমুল হক জানান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেবেন ট্রাম্প
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
ট্রাক একীভূতকরণের খবরে জাপানের হিনো মোটরসের শেয়ারের দাম বেড়েছে
বুরকিনায় 'সম্পূর্ণ বিশৃঙ্খলা' তৈরির ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে : সামরিক জান্তা 
টাঙ্গাইলে মুষ্টি চাল বিক্রির টাকায় রাস্তা নির্মাণ কাজ চলছে
মজুরি ৩ বছর পর পর মূল্যায়নে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ
এখনও থামেনি শহীদ রাসেলের মায়ের বুক ফাটা কান্না
সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে স্থায়ী শ্রম কমিশন গঠনের সুপারিশ
বিজয়ের বিবেকের জাগরণ : রক্তে লেখা আত্মদানের গল্প
১০