সীতাকুণ্ডে কৃষকদল নেতাকে গলা কেটে হত্যা

বাসস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ২২:৩৫ আপডেট: : ২৬ মার্চ ২০২৫, ২২:৪২

চট্টগ্রাম, ২৬ মার্চ ২০২৫ (বাসস) :  চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয়তাবাদী কৃষক দলের নেতা মো. নাছির উদ্দিনকে (৪০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাতিলোটা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মো. নাছির উদ্দিন ঐ এলাকার মৃত কবির আহমদের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন হাতিলোটা গ্রামের নিজ বাড়িতে ইফতার শেষ করে বাড়ির অদূরে নিজের ফার্মে যাবার পথে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা অজ্ঞাত দুস্কৃতিকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। স্থানীয়রা রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন।

ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম উত্তরজেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল জানান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন কৃষকদলের সেক্রেটারি নাছির নিজ বাড়িতে ইফতার শেষে বাড়ির পার্শ্ববর্তী নিজ খামারে যাবার সময় তাকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হতে পারছেন না তারা।

তিনি জানান, যে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়েছে তা এতই ধারালো যে এককোপেই তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নাহিয়ান বারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ওসির নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
ট্রাক একীভূতকরণের খবরে জাপানের হিনো মোটরসের শেয়ারের দাম বেড়েছে
বুরকিনায় 'সম্পূর্ণ বিশৃঙ্খলা' তৈরির ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে : সামরিক জান্তা 
টাঙ্গাইলে মুষ্টি চাল বিক্রির টাকায় রাস্তা নির্মাণ কাজ চলছে
মজুরি ৩ বছর পর পর মূল্যায়নে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ
এখনও থামেনি শহীদ রাসেলের মায়ের বুক ফাটা কান্না
সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে স্থায়ী শ্রম কমিশন গঠনের সুপারিশ
বিজয়ের বিবেকের জাগরণ : রক্তে লেখা আত্মদানের গল্প
শৈশবে ‘দুষ্টু’ ছেলে ছিলেন পোপ ফ্রান্সিস : স্কুল শিক্ষিকার স্মৃতিচারণ
১০