সীতাকুণ্ডে কৃষকদল নেতাকে গলা কেটে হত্যা

বাসস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ২২:৩৫ আপডেট: : ২৬ মার্চ ২০২৫, ২২:৪২

চট্টগ্রাম, ২৬ মার্চ ২০২৫ (বাসস) :  চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয়তাবাদী কৃষক দলের নেতা মো. নাছির উদ্দিনকে (৪০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাতিলোটা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মো. নাছির উদ্দিন ঐ এলাকার মৃত কবির আহমদের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন হাতিলোটা গ্রামের নিজ বাড়িতে ইফতার শেষ করে বাড়ির অদূরে নিজের ফার্মে যাবার পথে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা অজ্ঞাত দুস্কৃতিকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। স্থানীয়রা রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন।

ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম উত্তরজেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল জানান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন কৃষকদলের সেক্রেটারি নাছির নিজ বাড়িতে ইফতার শেষে বাড়ির পার্শ্ববর্তী নিজ খামারে যাবার সময় তাকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হতে পারছেন না তারা।

তিনি জানান, যে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়েছে তা এতই ধারালো যে এককোপেই তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নাহিয়ান বারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ওসির নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০