হাইনান (চীন), ২৭ মার্চ, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ হাইনানে ‘বোয়াও ফোরাম ফর এশিয়া’ (বিএফএ) সম্মেলনে যোগ দেন এবং ভাষণ প্রদান করেন।
হাইনানের বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানডোনে, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং, বোয়াও ফোরাম এশিয়ার চেয়ারম্যান বান কি-মুন এবং এর মহাসচিব ঝাং জুন উপস্থিত ছিলেন।