নাটোরে সড়ক দুর্ঘটনায় বাবা ও শিশুকন্যা নিহত

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৪:২৯

নাটোর, ২৭ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার লালপুর উপজেলায় প্রাাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা ও শিশুকন্যা নিহত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের গোধড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো, বগুড়া সদর উপজেলার কইতলা এলাকার বাসিন্দা শাহরিয়ার সাকিল (৩৩) ও তার আড়াই বছরের শিশুকন্যা সুমাইয়া আক্তার।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, যশোর থেকে ছেড়ে আসা একটি প্রাাইভেটকার তিনজন যাত্রী নিয়ে বগুড়ার উদ্দেশে যাচ্ছিলো। এসময় বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুর উপজেলার গোধড়া বাজার এলাকায় পৌঁছলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারে থাকা বাবা-মেয়ে ঘটনাস্থলে মারা যায়। 

এসময় নিহত শিশুর মা ও গাড়ির চালক গুরুতর আহত হয়। নিহত শিশুটির মাকে উদ্ধার করে স্থানীয় পাটোয়ারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে এবং গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুইজনের মরদেহ থানায় রয়েছে। 

এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০