নাটোরে সড়ক দুর্ঘটনায় বাবা ও শিশুকন্যা নিহত

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৪:২৯

নাটোর, ২৭ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার লালপুর উপজেলায় প্রাাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা ও শিশুকন্যা নিহত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের গোধড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো, বগুড়া সদর উপজেলার কইতলা এলাকার বাসিন্দা শাহরিয়ার সাকিল (৩৩) ও তার আড়াই বছরের শিশুকন্যা সুমাইয়া আক্তার।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, যশোর থেকে ছেড়ে আসা একটি প্রাাইভেটকার তিনজন যাত্রী নিয়ে বগুড়ার উদ্দেশে যাচ্ছিলো। এসময় বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুর উপজেলার গোধড়া বাজার এলাকায় পৌঁছলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারে থাকা বাবা-মেয়ে ঘটনাস্থলে মারা যায়। 

এসময় নিহত শিশুর মা ও গাড়ির চালক গুরুতর আহত হয়। নিহত শিশুটির মাকে উদ্ধার করে স্থানীয় পাটোয়ারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে এবং গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুইজনের মরদেহ থানায় রয়েছে। 

এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আরএমপির তিন থানায় নতুন ওসি 
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত 
লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
১০