বন্ধ ক্যাম্পাসে প্রাণীদের সেবায় বাকৃবি’র ছাত্রদল

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৬:১৪
বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত ও অসহায় প্রাণীদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল। ছবি : বাসস

বাকৃবি (ময়মনসিংহ), ২৭ মার্চ, ২০২৫ (বাসস):বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত ও অসহায় প্রাণীদের  খাবার ও চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল। 

ক্যাম্পাসে থাকা কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীগুলো সাধারণত শিক্ষার্থী ও কর্মচারীদের থেকে খাবার পেয়ে থাকে। তবে দীর্ঘ ছুটির সময় খাবারের অভাবে প্রাণীগুলোকে দুর্ভোগে পড়তে হয়। এই পরিস্থিত বিবেচনা করে প্রাণীদের খাদ্য সংকট মোকাবিলায় এগিয়ে এসেছে বাকৃবি ছাত্রদল।

জানা যায়, বাকৃবি ছাত্রদলের সদস্যরা প্রতিদিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীদের জন্য খাবার সরবরাহ করছে। তারা ভাত, খিচুড়ি, মাংস এবং বিস্কুটসহ পুষ্টিকর খাবার দিচ্ছে,যেনো প্রাণীগুলো সুস্থ থাকে। পাশাপাশি, অসুস্থ ও আহত প্রাণীদের জন্য তারা ওষুধ ও চিকিৎসা সেবা  দিচ্ছে।

এই উদ্যোগ সম্পর্কে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, মানুষের পাশাপাশি অবলা প্রাণীরাও আমাদের সমাজের অংশ। তারা যেন খাবারের অভাবে কষ্ট না পায়, সেই দায়িত্ববোধ থেকে আমরা  এই কাজটি করছি। যতদিন ক্যাম্পাস বন্ধ থাকবে, ততদিন আমরা প্রাণীগুলোর জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা অব্যাহত রাখব।

তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ আমাদের মধ্যে মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলবে। এটা শুধু প্রাণীদের সাহায্যই নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধিরও একটি দৃষ্টান্ত।

বাকৃবি ছাত্রদলের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে প্রাণীপ্রেমী ও সচেতন মহলে। অনেকেই বলছেন, এ ধরনের কর্মকাণ্ড অন্য শিক্ষার্থী ও সংগঠনগুলোর জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠন ও প্রশাসন যদি এই উদ্যোগে সহায়তা করে, তাহলে ক্যাম্পাসে থাকা প্রাণীদের আরও ভালোভাবে দেখভাল করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২৮ মে চীনে আম রপ্তানি শুরু
বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১৫৩৩
রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদি কৌশলগত চুক্তি অনুমোদন ইরানের পার্লামেন্টে
২২ বছর পর টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-জিম্বাবুয়ে
যুক্তরাষ্ট্রে ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার ঘোষণা ট্রাম্পের
ইসরাইলের ওপর ক্রমবর্ধমান চাপ: সাহায্যের অপেক্ষায় গাজাবাসীরা 
জাতীয় বয়স ভিত্তিক সাঁতারের প্রথম দিনে বিকেএসপির মাইশার নতুন জাতীয় রেকর্ড
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২
শিল্পে বিনামূল্যে ভূগর্ভস্থ পানি উত্তোলন প্রথা বন্ধের নীতিমালা চূড়ান্ত হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
বরিশালে বকনা বাছুরের ওজন কম ও রুগ্ণ হওয়ায় বিতরণ না করে ফেরত
১০