কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৬:৫৯

বাকৃবি , ২৭মার্চ, ২০২৫ (বাসস): ২০২৪-২৫ শিক্ষাবর্ষের  স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন হয়েছে। সংশোধিত সময় অনুযায়ী, আগামী ১২ এপ্রিল  ওই পরীক্ষাটি বেলা ১১টা থেকে ১২টার পরিবর্তে  বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  ড. মো. হেলাল উদ্দীন  এসব তথ্য জানান।

জানা গেছে,  এ বছর  ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে  ৯৪ হাজার ৩৬ শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বে প্রায় ২৫ জন শিক্ষার্থী।

এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ভর্তি কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল বেলা১১টা থেকে ১২টার পরিবর্তে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো:  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,  চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
মাদক বহনের দায়ে গ্রেফতার কির্টন
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
উৎসবমুখর পরিবেশে সাইকেল লেন দিবস উদযাপিত
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
১০