কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৬:৫৯

বাকৃবি , ২৭মার্চ, ২০২৫ (বাসস): ২০২৪-২৫ শিক্ষাবর্ষের  স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন হয়েছে। সংশোধিত সময় অনুযায়ী, আগামী ১২ এপ্রিল  ওই পরীক্ষাটি বেলা ১১টা থেকে ১২টার পরিবর্তে  বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  ড. মো. হেলাল উদ্দীন  এসব তথ্য জানান।

জানা গেছে,  এ বছর  ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে  ৯৪ হাজার ৩৬ শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বে প্রায় ২৫ জন শিক্ষার্থী।

এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ভর্তি কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল বেলা১১টা থেকে ১২টার পরিবর্তে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো:  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,  চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০