পবিত্র শবে কদরে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৭:২৩
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা, ২৭ মার্চ, ২০২৫ (বাসস) :  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মহিমান্বিত রজনি পবিত্র শবে কদর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

মহিমান্বিত রজনি পবিত্র শবে কদর উপলক্ষ্যে আজ এক বাণীতে তিনি এই মোবারকবাদ জানান।

সরকার প্রধান বলেন, শবে কদর এক বরকতময় ও মহিমান্বিত রজনি। পবিত্র রমজান মাসের এই রাতে সমগ্র মানবজাতির পথ নির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাযিল হয়। মহান আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি তা (কোরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে।

ড. ইউনূস বলেন, মহান আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রজনিকে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রজনিতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, বরকত ও মাগফেরাত।

তিনি  বলেন, ‘মহান আল্লাহ যেন সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আমাদের আত্ননিয়োগ করার তৌফিক দান করেন-মহিমান্বিত এই রজনিতে এ প্রার্থনা করি।’

প্রধান উপদেষ্টা পবিত্র এই রজনিতে মহান আল্লাহর কাছে প্রিয় মাতৃভূমি এবং মুসলিম উম্মাহর মাগফেরাত, উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, ‘মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।’
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুব, নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এবি পার্টি’র নির্বাচনী ইশতেহার
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির
পথশিশুদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে
কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের
জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১০