বান্দরবান, ২৭ মার্চ ২০২৫, (বাসস): আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জেলার সেনাবাহিনীর পক্ষ থেকে ১৩২ জন দরিদ্র ও অসহায়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জোন কমান্ডার লে. কর্নেল এএসএম মাহমুদুল হাসান এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। জেলা সেনা জোনের আয়োজনে সেনা জোনের সভাকক্ষে এই সামগ্রী বিতরণ করা হয়।
সেনা জোন এর লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধা এর সঞ্চালনায় এসময় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।