বান্দরবানে গঙ্গা পূজা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৭:২৭
বান্দরবানে গঙ্গা পূজা অনুষ্ঠিত। ছবি : বাসস

বান্দরবান, ২৭ মার্চ ২০২৫, (বাসস): জেলায়  সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা পূজা ও বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে। 
আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের পর থেকে সাঙ্গু নদীর উত্তরমুখি স্রোতে এ স্নানোৎসব শুরু হয়। প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠানের আয়োজন করেছে বান্দরবান আর্শীবাদ সংঘ । শত শত ভক্তের আগমনে উৎসবমুখর হয়ে উঠেছে সাঙ্গু নদীর তীর।

আয়োজকরা জানান, চৈত্রের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রতি বছর বান্দরবানের সাঙ্গু নদীর উত্তরমুখি স্রোতে এ গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের শত শত নারী-পুরুষ নিজেকে পাপ মুক্ত করা ও পূণ্যতার আশায় সাঙ্গু নদীর উত্তরমুখি স্রোতে প্রতি বছরের ন্যায় এবারও গঙ্গা স্নান করেছেন। এছাড়াও গঙ্গা স্নানের পাশাপাশি নদীর তীরে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা ও নিজেদের পূণ্যলাভ ও পাপ মোচনের জন্য পূজা অর্চণা করেন। 

এছাড়া আয়োজন করা হয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ভজন কীর্ত্তন, মহাপ্রসাদ আস্বাদন সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। 

উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রুুবেল দাশ বলেন, তিনদিনব্যাপী আমাদের এ অনুষ্ঠান। গঙ্গাপূজা, বারুণি স্নান, মহোৎসব সহ বিভিন্ন আচার অনুষ্ঠান আছে।

মহাদেবের অভিষেক এবার আমরা রেখেছি। প্রতিবছর আমরা এটা করি। পাপ মোচন এবং শান্তির বার্তা বয়ে আনার জন্য এ অনুষ্ঠান ।

নানা ধর্মীয় আয়োজন শেষে কাল শুক্রবার সকাল ৮টায় পুষ্পাঞ্জলী শেষে সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জন এর মাধ্যমে এবারে বর্ণাঢ্য আয়োজন সমাপ্তি ঘটবে গঙ্গা পূজা ও বারুণী স্নান উৎসবের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০