মার্চে রেমিট্যান্স রেকর্ড: ২৬ দিনেই এসেছে ৩৫ হাজার ৯২৯ কোটি টাকা

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৯:১৫

ঢাকা, ২৭ মার্চ, ২০২৫ (বাসস): জুলাই বিপ্লবের পর মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড হতে যাচ্ছে। মার্চের প্রথম ২৬ দিনে ২৯৪ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। 

বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৫ হাজার ৯২৯ কোটি  টাকা।  যা গত বছরের একই সময়ের তুলনায় ৮২ দশমিক ৪ শতাংশ বেশি। 

মার্চের  প্রথম ২৬ দিনে প্রতিদিন গড়ে ১১ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ২৩০ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে । যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৩৮১ কোটি ৮৮ লাখ ৪৬ হাজার ১৫৩ টাকা।  

ইতোপূর্বে এতো রেমিট্যান্স প্রবাহ আর কোনো মাসে দেখা যায়নি। সে হিসাবে চলতি মাসে প্রবাসী তিন বিলিয়নের রেকর্ড ছাড়াতে পারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

জুলাই বিপ্লবের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বেড়ে যায় রেমিট্যান্স বা প্রবাসী আয়ের গতি। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ২ হাজার ১৪৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে।  যা টাকার অঙ্কে প্রায় ২ লাখ ৬১ হাজার ৫০৭ কোটি টাকা। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২৮ দশমিক ৪ শতাংশ বেশি। 

২০২৩-২৪ অর্থ বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৬৬৯ লাখ ২০ হাজার ডলার। যা টাকার অঙ্কে ছিল প্রায় ২ লাখ ৩ হাজার ৬৪২ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশ থেকে অর্থপাচার কমেছে। একই সঙ্গে কমেছে হুন্ডি কারবারির দৌরাত্ম্যও। অন্যদিকে খোলাবাজারের মতোই ব্যাংকে রেমিট্যান্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে। এসব কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন। তাছাড়া আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে আরও বেশি করে রেমিট্যান্স আসার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০