মার্চে রেমিট্যান্স রেকর্ড: ২৬ দিনেই এসেছে ৩৫ হাজার ৯২৯ কোটি টাকা

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৯:১৫

ঢাকা, ২৭ মার্চ, ২০২৫ (বাসস): জুলাই বিপ্লবের পর মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড হতে যাচ্ছে। মার্চের প্রথম ২৬ দিনে ২৯৪ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। 

বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৫ হাজার ৯২৯ কোটি  টাকা।  যা গত বছরের একই সময়ের তুলনায় ৮২ দশমিক ৪ শতাংশ বেশি। 

মার্চের  প্রথম ২৬ দিনে প্রতিদিন গড়ে ১১ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ২৩০ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে । যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৩৮১ কোটি ৮৮ লাখ ৪৬ হাজার ১৫৩ টাকা।  

ইতোপূর্বে এতো রেমিট্যান্স প্রবাহ আর কোনো মাসে দেখা যায়নি। সে হিসাবে চলতি মাসে প্রবাসী তিন বিলিয়নের রেকর্ড ছাড়াতে পারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

জুলাই বিপ্লবের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বেড়ে যায় রেমিট্যান্স বা প্রবাসী আয়ের গতি। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ২ হাজার ১৪৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে।  যা টাকার অঙ্কে প্রায় ২ লাখ ৬১ হাজার ৫০৭ কোটি টাকা। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২৮ দশমিক ৪ শতাংশ বেশি। 

২০২৩-২৪ অর্থ বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৬৬৯ লাখ ২০ হাজার ডলার। যা টাকার অঙ্কে ছিল প্রায় ২ লাখ ৩ হাজার ৬৪২ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশ থেকে অর্থপাচার কমেছে। একই সঙ্গে কমেছে হুন্ডি কারবারির দৌরাত্ম্যও। অন্যদিকে খোলাবাজারের মতোই ব্যাংকে রেমিট্যান্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে। এসব কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন। তাছাড়া আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে আরও বেশি করে রেমিট্যান্স আসার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুক্তিযুদ্ধের চেতনার নামে অর্থ আত্মসাত ও মুক্তিযোদ্ধা গেজেটভুক্তিতে ঘুষ দাবি : দুদকের অভিযান
শ্রম অধিকার শক্তিশালী করে দেশকে মর্যাদাকর হিসেবে উপস্থাপন করা সম্ভব : শ্রম সংস্কার কমিশন
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন: আইজিপি
মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি মনু কারাগারে
গণ-অভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সকল শ্রমিকের আইনি সুরক্ষা ও স্বীকৃতির সুপারিশ
স্বাধীনতা কাপ ভলিবলের সেমিফাইনালে বিমান-আনসার, বিকেএসপি-বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে স্পেনে ৩ দিনের শোক 
ঢাকায় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন ডিসেম্বরে: ইউজিসি
১০