মার্চে রেমিট্যান্স রেকর্ড: ২৬ দিনেই এসেছে ৩৫ হাজার ৯২৯ কোটি টাকা

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৯:১৫

ঢাকা, ২৭ মার্চ, ২০২৫ (বাসস): জুলাই বিপ্লবের পর মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড হতে যাচ্ছে। মার্চের প্রথম ২৬ দিনে ২৯৪ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। 

বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৫ হাজার ৯২৯ কোটি  টাকা।  যা গত বছরের একই সময়ের তুলনায় ৮২ দশমিক ৪ শতাংশ বেশি। 

মার্চের  প্রথম ২৬ দিনে প্রতিদিন গড়ে ১১ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ২৩০ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে । যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৩৮১ কোটি ৮৮ লাখ ৪৬ হাজার ১৫৩ টাকা।  

ইতোপূর্বে এতো রেমিট্যান্স প্রবাহ আর কোনো মাসে দেখা যায়নি। সে হিসাবে চলতি মাসে প্রবাসী তিন বিলিয়নের রেকর্ড ছাড়াতে পারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

জুলাই বিপ্লবের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বেড়ে যায় রেমিট্যান্স বা প্রবাসী আয়ের গতি। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ২ হাজার ১৪৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে।  যা টাকার অঙ্কে প্রায় ২ লাখ ৬১ হাজার ৫০৭ কোটি টাকা। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২৮ দশমিক ৪ শতাংশ বেশি। 

২০২৩-২৪ অর্থ বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৬৬৯ লাখ ২০ হাজার ডলার। যা টাকার অঙ্কে ছিল প্রায় ২ লাখ ৩ হাজার ৬৪২ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশ থেকে অর্থপাচার কমেছে। একই সঙ্গে কমেছে হুন্ডি কারবারির দৌরাত্ম্যও। অন্যদিকে খোলাবাজারের মতোই ব্যাংকে রেমিট্যান্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে। এসব কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন। তাছাড়া আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে আরও বেশি করে রেমিট্যান্স আসার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০