ঠাকুরগাঁওয়ে পাটচাষীদের মধ্যে বীজ-সার বিতরণ  

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৯:২৬ আপডেট: : ২৭ মার্চ ২০২৫, ১৯:৫২
বৃহস্পতিবার পাটচাষীদের বিনামূল্যে বীজ বিতরণ । ছবি : বাসস

ঠাকুরগাঁও, ২৭ মার্চ, ২০২৫, (বাসস) : জেলায় আজ পাটচাষীদের বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এর ফলে সদর উপজেলার প্রায় ৩ হাজার পাটচাষী সরকারি উদ্যোগে বিনামূল্যে পাচ্ছেন প্রত্যয়িত উন্নতমানের পাটবীজ এবং রাসয়নিক সার।

সদর উপজেলা চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম রনি, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সুজন চন্দ্র বর্ম্মণ প্রমুখ।

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার জানান, এ উদ্বোধন ৩ হাজার পাটচাষীর  মধ্যে পাটচাষের উপকরণ বিতরণের শুরুর আনুষ্ঠানিকতা। ক্রমান্বয়ে সদর উপজেলার প্রতি ইউনিয়নে ৩ হাজার পাটচাষীদের মধ্যে পৌঁছে দেয়া হবে জনপ্রতি ১ কেজি করে প্রত্যয়িত বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি করে ফসফেট ও পটাশ রাসয়নিক সার। জেলা পাট অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সস্প্রারণ  প্রকল্পের অধীনে র্ঠাকুরগাঁও জেলার  ০৪ ( চার) টি উপজেলার প্রায় ৩৫০০ একর জমিতে ১৪০ মে: টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে। উচ্চ ফলনশীল জাতের পাটবীজ বিজেআরআই- ৮( রবি-১) কৃষকদেরকে প্রদানের মাধ্যমে ফলন বৃদ্ধি হবে।তাই এ জেলায় প্রায় ৩০০ কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সবচেয়ে বেশী ম্যাচ খেলা শিল্টনের রেকর্ড স্পর্শ করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
৮০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বার্সেলোনার সাথে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন কুন্ডে
সাক্ষীর জবানবন্দি : আমি আইসিইউতে ঢুকে রোগীদের মুখ দেখে ছেলেকে খুঁজেছি
এক বছরে বিচারবিভাগে অনেক অর্জন হয়েছে : প্রধান বিচারপতি 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাংস্কৃতিক দিবস উদযাপিত
রাশিয়ার সঙ্গে ‘বড় অগ্রগতি’ অর্জনের কথা জানালেন ট্রাম্প
চীনের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ৯ জনের প্রাণহানি, নিখোঁজ ৩
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
১০