গ্রেফতারি পরোয়ানার তথ্য ফাঁসে জড়িতদের শাস্তির মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ২০:০০
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা, ২৭ মার্চ, ২০২৫ (বাসস) : মানবতাবিরোধী অপরাধের মামলার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তথ্য ফাঁসের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল প্রাঙ্গণে গ্রেফতারি পরোয়ানা জারির তথ্য ফাঁস প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে, এখানে কোনো না কোনো জায়গা থেকে এটা ফাঁস হচ্ছে। এটা আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সম্ভবত এই ট্রাইব্যুনালের সঙ্গে সম্পৃক্ত কোনো একটা মহল এর সঙ্গে জড়িত বা প্রসিকিউশনের মধ্যে, অফিসেও থাকতে পারে। আমরা বিষয়টিকে গভীরভাবে উদ্বেগের সঙ্গে বিশ্লেষণ করছি এবং তথ্যুপ্রমাণ সংগ্রহ করছি। যদি আমরা প্রমাণ পাই যে, প্রসিকিউশন অফিসের কেউ, প্রসিকিউশন টিমের সদস্য কেউ, অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা-কর্মচারী; যারাই হোক, যারা এ ধরনের তথ্য ফাঁসের সঙ্গে জড়িত হবে, তাদের আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে।’

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এবং উদ্বেগের সঙ্গেই নিয়েছি। এটাকে নিচ্ছিদ্র করার জন্য প্রয়োজনীয় তদন্ত কাজ চালাচ্ছি। আমরা এর জন্য দায়ী যাকে পাবো, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ সফরে আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল
মানিকগঞ্জে আখ চাষ নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে
আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেফতার
আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : সিইসি
পীরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ, দুর্ভোগে ১৫ হাজার বাসিন্দা
পটুয়াখালীতে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেল ২১ জন
আনার চাষে সফল মহেশপুরের আবদুল্লাহ
১৯ মাসের পর রাজা চার্লসের সঙ্গে প্রিন্স হ্যারির সাক্ষাৎ
রাজধানীতে যুবলীগ নেতা গ্রেফতার
সাতক্ষীরায় ভেজাল সার উৎপাদন করায় কারখানা সিলগালা
১০