গণঅভ্যুত্থানে ফেনীতে শহীদদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ২০:৫৯
বৃহস্পতিবার ফেনীতে উত্তর জায়লস্কর গ্রামে সরোয়ার জাহান মাসুদের পরিবারকে ঈদ উপহার তুলে দেন জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান। ছবি: বাসস

ফেনী, ২৭ মার্চ, ২০২৫ (বাসস) : ২৪’র গণঅভ্যুত্থানে জেলার শহীদ পরিবারকে ঈদ উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

আজ বৃহস্পতিবার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর জায়লস্কর গ্রামে সরোয়ার জাহান মাসুদের পরিবারকে ঈদ উপহার তুলে দেন জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান।

এসময় ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ও দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন পরিষদ চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক, দাগনভূঞা উপজেলা আমির গাজী সালেহ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ মাসুদের কবর জিয়ারত করেন ও তার মাকে জামায়াতে ইসলামী প্রকাশিত ১০ খণ্ডের শহীদ স্মারক তুলে দেন।

মুফতি আবদুল হান্নান জানান, ছাত্র-জনতার আন্দোলনে ২৪’র ৪ আগস্ট ফেনীর মহিপালে ১০ শহীদ পরিবারকে জামায়াতের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে ঈদ উপহার ও শহীদ স্মারক দেয়া হচ্ছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০