দুর্নীতির মামলায় পুলিশ পরিদর্শকের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ২৩:০৬

যশোর, ২৭ মার্চ, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যশোরের একটি আদালত পুলিশের সাবেক পরিদর্শক(ওসি) শেখ সিরাজুল ইসলামকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার যশোরের স্পেশাল জেলা ও দায়রা জজ এসএম নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত শেখ সিরাজুল ইসলাম যশোর নতুন উপ-শহর এ’ ব্লকের শেখ মোহাম্মদের ছেলে ও ঝিনাইদহের শৈলকুপা থানার সাবেক ওসি। দুদকের পিপি সিরাজুল ইসলাম বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে জানা গেছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ায় বাগেরহাট পুলিশের তৎকালীন (ডিআইও) পরিদর্শক শেখ সিরাজুল ইসলামকে যশোর জেলা দুর্নীতি দমন কমিশন নোটিশ জারি করে। কিন্তু, সিরাজুল ইসলাম তখন নোটিশটি গ্রহণ করেননি।

১৯৯৮ সালের ১৭ মে যশোর ডিএসবির মাধ্যমে নোটিশটি আবার বাগেরহাটে পাঠানো হলে তিনি সেবারও তা গ্রহণ করেননি। পরবর্তীতে এ নোটিশ বাগেরহাট পুলিশ সুপারের মাধ্যমে পাঠানো হয়। কিন্তু এবারও তা গ্রহণ না করে পদোন্নতি পেয়ে বদলি হয়ে ঝিনাইদহ জেলায় চলে যান সিরাজুল ইসলাম।

তিনি ঝিনাইদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অবস্থায় এ নোটিশ ঝিনাইদহের পুলিশ সুপারের মাধ্যমে আবার পাঠায় দুর্নীতি দমন কমিশন। কিন্তু সিরাজুল ইসলাম এবারও সেই নোটিশ গ্রহণ না করে ফিরিয়ে দেন।

অবশেষে ২০০০ সালের ১১ জুলাই দুর্নীতি দমন কমিশন যশোরের তৎকালীন উপ-পরিচালক এমএ সোহবান আসামি শেখ সিরাজুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে সিরাজুল ইসলামের বিরুদ্ধে নামে-বেনামে অবৈধভাবে প্রায় কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আসামি সিরাজুল ইসলামকে অভিযুক্ত করে ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি দুদক যশোরের তৎকালীন উপ-সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ আদালতে চার্জশিট জমা দেন।

দুর্নীতির সেই মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আদালত তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শেখ সিরাজুল ইসলাম পলাতক রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন
সবচেয়ে বেশী ম্যাচ খেলা শিল্টনের রেকর্ড স্পর্শ করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
৮০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বার্সেলোনার সাথে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন কুন্ডে
সাক্ষীর জবানবন্দি : আমি আইসিইউতে ঢুকে রোগীদের মুখ দেখে ছেলেকে খুঁজেছি
এক বছরে বিচারবিভাগে অনেক অর্জন হয়েছে : প্রধান বিচারপতি 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাংস্কৃতিক দিবস উদযাপিত
রাশিয়ার সঙ্গে ‘বড় অগ্রগতি’ অর্জনের কথা জানালেন ট্রাম্প
চীনের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ৯ জনের প্রাণহানি, নিখোঁজ ৩
১০