নিরাপদ, যানজটমুক্ত ঈদযাত্রায় রংপুর হাইওয়ে পুলিশের প্রস্তুতি

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৩:২২
ঈদুল ফিতরকে কেন্দ্র করে রংপুর হাইওয়ে পুলিশের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ। ছবি: বাসস

রংপুর, ২৮ মার্চ, ২০২৫ (বাসস) : ঈদুল ফিতরকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশ রংপুর অঞ্চল সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের গুরুত্বপূর্ণ জংশন পয়েন্টসমূহ গোবিন্দগঞ্জ বাজার, মায়ামনি মোর, পলাশবাড়ী, মিঠাপুকুর, শঠিবাড়ী, পীরগঞ্জ বাজার, সৈয়দপুর এবং দিনাজপুরের ১০ মাইল এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সেই সাথে এ সমস্ত এলাকায় টহল পার্টি দ্বিগুণ করা হয়েছে। পুলিশের সকল ডিউটি কঠোর নজরদারীর আওতায় আনা হয়েছে। যাতে করে বগুড়া-রংপুর -সৈয়দপুর-দশ মাইল বাংলাবান্ধা এই ২৫০ কিলোমিটারের মহাসড়কটি যানজট মুক্ত এবং অপরাধমুক্ত থাকে। ইতোমধ্যে মহাসড়কে গাড়ির চাপ অনেক বেড়েছে।

হাইওয়ে পুলিশের ব্যাপক তৎপরতার কারণে কোথাও যানজট সৃষ্টি হয়নি। আশা করা যাচ্ছে আগামী দু’দিনে গাড়ির চাপ আরো অনেক বৃদ্ধি পাবে। তবে হাইওয়ে পুলিশ সেই চাপ প্রশমনে মহাসড়কের সম্পূর্ণ প্রস্তুত। গুরুত্বপূর্ণ গোবিন্দগঞ্জ মহাসড়ক জংশন পয়েন্ট পরিদর্শনে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বাসস’কে জানান যে ‘রংপুর বিভাগে এবারের ঈদ যাত্রা হবে নিরাপদ এবং যানজটমুক্ত।’

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিয়মিতভাবে মহাসড়কে কর্তব্যরত পুলিশের ডিউটি নিয়মিতভাবে তদারকি করছেন, মোটিভেশন করছেন, সেই সাথে স্থানীয় শ্রমিক নেতাদের সাথে সমন্বয় করছেন। জেলা পুলিশ এবং শ্রমিক নেতৃবৃন্দ হাইওয়ে পুলিশের কাজের সাথে সম্পূর্ণ সহযোগিতা করছেন। ইতোমধ্যে মহাসড়কে ইজি বাইক এবং থ্রি হুইলার চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পণ্যবাহী ট্রাক ব্যতীত অন্যান্য সকল মালবাহী ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে। হাতীবান্ধা থেকে সকল বালু এবং পাথর বহনকারী ট্রাক চলাচল সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ করা হয়েছে। গোবিন্দগঞ্জ থেকে সৈয়দপুর পর্যন্ত বিভিন্ন স্থানে এবং বাজারে মহাসড়কের উপর অবৈধ দোকান, পার্কিং উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কে কোন গাড়ি যদি নষ্ট হয় বা দুর্ঘটনায় পতিত হয় তা অপসারণ করার জন্য রেকার কে ২৪ ঘন্টার জন্য প্রস্তুত রাখা হয়েছে। গোবিন্দগঞ্জে এবং পুলিশ সুপারের অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে।  যাত্রীদের অনলাইনে যেকোনো তথ্য প্রদানের জন্য হাইওয়ে পুলিশের অ্যাপস কেন্দ্রীয়ভাবে চালু করা হয়েছে। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে যাত্রীদেরকে হাইওয়ে পুলিশের অ্যাপস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

সব মিলিয়ে আশা করা যাচ্ছে এবারে উত্তরবঙ্গের মানুষের ঈদ যাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হবে ইনশাআল্লাহ। পরিশেষে হাইওয়ে পুলিশ এই ব্যাপক আয়োজনে জনসাধারণ, সম্মানিত যাত্রীবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০