নরসিংদীতে পথশিশুদের মধ্যে নতুন জামা বিতরণ

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৪:৫৩
নরসিংদীতে ঈদ উপলক্ষে পথশিশুদের মধ্যে নতুন জামা বিতরণ। ছবি: বাসস

নরসিংদী, ২৮ মার্চ ২০২৫ (বাসস) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা শহরের অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে। 

আজ সকালে আলোকিত নরসিংদী নামে একটি সামাজিক সংগঠন নরসিংদী পৌরপার্কে প্রায় ৮০ জন পথশিশুকে নতুন জামা দেয়। 

এর আগে আলোকিত নরসিংদীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা পথশিশুদের অধিকার, সুরক্ষা ও স্বাস্থ্যসেবা বিষয়ে আলোচনা করেন। 

আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, আমি ছাত্র জীবন থেকেই অসহায়, সুবিধাবঞ্চিত ও ভ্রাম্যমাণ শিশুদের নিয়ে কাজ করি। এসব শিশুদের প্রাথমিক শিক্ষা দেয়ার জন্যই ভ্রাম্যমাণ একটি স্কুল খুলেছি। নরসিংদী পৌরপার্কে সপ্তাহে দুইদিন তাদের পড়ানো হয়। এর পাশাপাশি ঈদসহ বিভিন্ন উৎসবে তাদের উন্নত খাবার দেয়া হয়। ঈদ উপলক্ষে রঙিন জামা বিতরণ করে শিশুদের মুখে হাসি ফুটাতে পেরে আনন্দ লাগছে। আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল মামুন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক ও দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের প্রভাষক গোষ্ঠলাল দাস প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে বিমানের অতিরিক্ত ফ্লাইট
যশোরে ১৭টি স্বর্ণের বার সহ একজন আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার
সেনাপ্রধানের উদ্যোগে খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা
ইন্দোনেশিয়ার আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯
চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মেক্সিকোতে গ্যাস সরবরাহ গাড়ি বিস্ফোরণে নিহত ৩, আহত ৬৭
নাসার মহাকাশ কর্মসূচিতে চীনা নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা
প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
লালমনিরহাটে হত্যা মামলার আসামি গ্রেফতার
১০