নরসিংদীতে পথশিশুদের মধ্যে নতুন জামা বিতরণ

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৪:৫৩
নরসিংদীতে ঈদ উপলক্ষে পথশিশুদের মধ্যে নতুন জামা বিতরণ। ছবি: বাসস

নরসিংদী, ২৮ মার্চ ২০২৫ (বাসস) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা শহরের অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে। 

আজ সকালে আলোকিত নরসিংদী নামে একটি সামাজিক সংগঠন নরসিংদী পৌরপার্কে প্রায় ৮০ জন পথশিশুকে নতুন জামা দেয়। 

এর আগে আলোকিত নরসিংদীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা পথশিশুদের অধিকার, সুরক্ষা ও স্বাস্থ্যসেবা বিষয়ে আলোচনা করেন। 

আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, আমি ছাত্র জীবন থেকেই অসহায়, সুবিধাবঞ্চিত ও ভ্রাম্যমাণ শিশুদের নিয়ে কাজ করি। এসব শিশুদের প্রাথমিক শিক্ষা দেয়ার জন্যই ভ্রাম্যমাণ একটি স্কুল খুলেছি। নরসিংদী পৌরপার্কে সপ্তাহে দুইদিন তাদের পড়ানো হয়। এর পাশাপাশি ঈদসহ বিভিন্ন উৎসবে তাদের উন্নত খাবার দেয়া হয়। ঈদ উপলক্ষে রঙিন জামা বিতরণ করে শিশুদের মুখে হাসি ফুটাতে পেরে আনন্দ লাগছে। আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল মামুন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক ও দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের প্রভাষক গোষ্ঠলাল দাস প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০