নরসিংদীতে পথশিশুদের মধ্যে নতুন জামা বিতরণ

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৪:৫৩
নরসিংদীতে ঈদ উপলক্ষে পথশিশুদের মধ্যে নতুন জামা বিতরণ। ছবি: বাসস

নরসিংদী, ২৮ মার্চ ২০২৫ (বাসস) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা শহরের অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে। 

আজ সকালে আলোকিত নরসিংদী নামে একটি সামাজিক সংগঠন নরসিংদী পৌরপার্কে প্রায় ৮০ জন পথশিশুকে নতুন জামা দেয়। 

এর আগে আলোকিত নরসিংদীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা পথশিশুদের অধিকার, সুরক্ষা ও স্বাস্থ্যসেবা বিষয়ে আলোচনা করেন। 

আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, আমি ছাত্র জীবন থেকেই অসহায়, সুবিধাবঞ্চিত ও ভ্রাম্যমাণ শিশুদের নিয়ে কাজ করি। এসব শিশুদের প্রাথমিক শিক্ষা দেয়ার জন্যই ভ্রাম্যমাণ একটি স্কুল খুলেছি। নরসিংদী পৌরপার্কে সপ্তাহে দুইদিন তাদের পড়ানো হয়। এর পাশাপাশি ঈদসহ বিভিন্ন উৎসবে তাদের উন্নত খাবার দেয়া হয়। ঈদ উপলক্ষে রঙিন জামা বিতরণ করে শিশুদের মুখে হাসি ফুটাতে পেরে আনন্দ লাগছে। আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল মামুন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক ও দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের প্রভাষক গোষ্ঠলাল দাস প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা 
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা
দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি : নজরুল ইসলাম খান
সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সার্ভিস, ট্রেনিং এবং রিসার্চকে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
নারীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
ময়মনসিংহে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু
ময়মনসিংহে অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু
১০