ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত 

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৬:৫০

কুষ্টিয়া, ২৮ মার্চ ২০২৫ (বাসস) : ঈদে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া বাইপাস সড়কে সবজিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। গুরুতর আহত  মোটরসাইকেল চালককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ত্রিমোহনী বাইপাস গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি কুষ্টিয়া শহরের কোর্টপাড়া গোশালা এলাকায়। নিহত ইতি খাতুন (৩০) ও শিশু আহনাফ ইব্রাহিম (৩) মটরসাইকেল চালক আব্দুল কাদেরের স্ত্রী ও একমাত্র পুত্র। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আহত আবদুল কাদের  বগুড়ায় একটি ফিড কোম্পানিতে কর্মরত। তিনি আজ ভোরে ঈদ উপলক্ষে স্ত্রী ও পুত্রকে নিয়ে বগুড়া থেকে মোটরসাইকেল যোগে নিজ জেলা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ত্রিমোহনী এলাকায় বাইপাস সড়কের প্রবেশ মুখে একই দিক থেকে ছেড়ে আসা একটি সবজি বোঝাই ট্রাক মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে আব্দুল কাদেরের স্ত্রী ইতি খাতুন ও শিশু পুত্র আহনাফ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় আব্দুল কাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি সৈয়দ আল মামুন বাসসকে জানান, কুষ্টিয়া বাইপাস সড়কে সবজি বোঝাই ট্রাকের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদের নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০