ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত 

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৬:৫০

কুষ্টিয়া, ২৮ মার্চ ২০২৫ (বাসস) : ঈদে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া বাইপাস সড়কে সবজিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। গুরুতর আহত  মোটরসাইকেল চালককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ত্রিমোহনী বাইপাস গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি কুষ্টিয়া শহরের কোর্টপাড়া গোশালা এলাকায়। নিহত ইতি খাতুন (৩০) ও শিশু আহনাফ ইব্রাহিম (৩) মটরসাইকেল চালক আব্দুল কাদেরের স্ত্রী ও একমাত্র পুত্র। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আহত আবদুল কাদের  বগুড়ায় একটি ফিড কোম্পানিতে কর্মরত। তিনি আজ ভোরে ঈদ উপলক্ষে স্ত্রী ও পুত্রকে নিয়ে বগুড়া থেকে মোটরসাইকেল যোগে নিজ জেলা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ত্রিমোহনী এলাকায় বাইপাস সড়কের প্রবেশ মুখে একই দিক থেকে ছেড়ে আসা একটি সবজি বোঝাই ট্রাক মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে আব্দুল কাদেরের স্ত্রী ইতি খাতুন ও শিশু পুত্র আহনাফ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় আব্দুল কাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি সৈয়দ আল মামুন বাসসকে জানান, কুষ্টিয়া বাইপাস সড়কে সবজি বোঝাই ট্রাকের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদের নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন
সবচেয়ে বেশী ম্যাচ খেলা শিল্টনের রেকর্ড স্পর্শ করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
৮০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বার্সেলোনার সাথে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন কুন্ডে
সাক্ষীর জবানবন্দি : আমি আইসিইউতে ঢুকে রোগীদের মুখ দেখে ছেলেকে খুঁজেছি
এক বছরে বিচারবিভাগে অনেক অর্জন হয়েছে : প্রধান বিচারপতি 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাংস্কৃতিক দিবস উদযাপিত
রাশিয়ার সঙ্গে ‘বড় অগ্রগতি’ অর্জনের কথা জানালেন ট্রাম্প
চীনের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ৯ জনের প্রাণহানি, নিখোঁজ ৩
১০