কারিগরি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৭:১১ আপডেট: : ২৮ মার্চ ২০২৫, ১৭:১৭

ঢাকা,২৮ মার্চ,২০২৫(বাসস): উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত কেন্দ্রগুলোয় পরীক্ষা চলাকালীন অনিয়ম-অভিযোগের কোন প্রমাণ মিললেই কারণ দর্শানো ছাড়া বাতিল করা হবে। 

বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে ২০২৫ সালের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের  প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে নির্বাচিত পরীক্ষাকেন্দ্রের তালিকা (লিখিত-ব্যবহারিক পরীক্ষা) সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রকাশ করা হলো।  নির্বাচিত কেন্দ্রগুলো পরীক্ষা চলাকালীন কোনো অনিয়ম-অভিযোগের প্রমাণ পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কেন্দ্র বাতিল করা হবে।

এতে আরো বলা হয়, কেন্দ্রগুলোকে কক্ষ পরিদর্শকের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে বোর্ডকে অবহিত করতে হবে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষা পরিচালনা নীতিমালা বোর্ডের ওয়েবসাইটের ডাউনলোড অপশন থেকে পাওয়া যাবে। এ নির্দেশনার ব্যত্যয় ঘটলে কেন্দ্র বাতিলসহ সংশ্লিষ্ট কেন্দ্র-প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্দিষ্ট কেন্দ্রে অন্তর্ভুক্ত পরীক্ষার ভেন্যু সুষ্ঠু পরীক্ষা গ্রহণের স্বার্থে কিংবা প্রয়োজনে বিশেষ কারণবশত সংশ্লিষ্ট জেলা-উপজেলা প্রশাসন নির্ধারণ করবেন এবং কেন্দ্রকে ঠিকানাসহ ভেন্যুর একটি তালিকা পরীক্ষা শুরুর আগেই বোর্ডে পাঠাতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গুতে আক্রান্ত আরো ৬৭ জন হাসপাতালে ভর্তি
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সুফল প্রকল্পের মাধ্যমে ১ লাখ ৪ হাজার হেক্টর পুনঃবনায়ন, বাড়ছে জীববৈচিত্র্য : পরিবেশ উপদেষ্টা
দিনাজপুরে বজ্রপাতে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
নাইম-সাইফের হাফ-সেঞ্চুরির সাথে প্রথম দিন বৃষ্টির দাপট
সিঙ্গাপুরের নতুন মন্ত্রিসভা ঘোষণা
র‌্যাংকিংয়ে তানজিদের বড় লাফ
৪৭তম বিসিএস পরীক্ষার তারিখ পেছাল: নতুন তারিখ ১৯ সেপ্টেম্বর
বুকার পুরস্কার জিতলেন ভারতীয় লেখক বানু মুশতাক
রাজশাহীতে এনসিপির সাংগঠনিক সভা ও মতবিনিময় অনুষ্ঠিত 
১০