ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে লাইলাতুল কদর পালিত

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৭:২৯
ছবি : সংগৃহীত

সিলেট, ২৮ মার্চ, ২০২৫ (বাসস) : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সিলেটে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সিলেট নগর ও

জেলার সব মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার লাইলাতুল কদর উপলক্ষ্যে সিলেটের অধিকাংশ মসজিদে খতমে তারাবিহ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ ইবাদত বন্দেগিতে মশগুল ছিলেন।

রাত ১০টার দিকে সিলেটের হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে খতমে তারাবিহ নামাজ শেষে বিশেষ ইবাদত ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। দেশের সামগ্রিক পরিস্থিতি, শান্তি, স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

ইবাদত বন্দেগীর পাশাপাশি মুসল্লিরা নগরের বিভিন্ন মাজার ও কবরস্থান জিয়ারত করেছেন। তারা দোয়া-দুরুদ পাঠ  এবং স্বজনদের রূহের মাগফিরাত ও বেহেস্ত কামনায় মোনাজাত করেন

জুমাতুল বিদা পবিত্র রমজানের শেষ শুক্রবার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য এক বিশেষ দিন। এ উপলক্ষ্যে তারা ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটানোর পাশাপাশি বিশেষ করে রাতের বেলায় বরকতময় রজনীর সন্ধানে মসজিদে দীর্ঘসময় অতিবাহিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০