মাগুরায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ আহত ৭

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৭:২৮
ছবি : বাসস

মাগুরা, ২৮ মার্চ ২০২৫ (বাসস) : মাগুরা সদর উপজেলার ছোট ব্রিজ এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ সাতজন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ঝিনাইদহ থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি  প্রাইভেটকার ওভারটেক করার চেষ্টা করে। এসময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা একই পরিবারের পাঁচজন ও চালক গুরুতর আহত হন। এ ছাড়া বাসের চালকও মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে প্রাইভেটকারে থাকা গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

জানা গেছে, আহত পরিবারের সদস্যরা ঢাকা থেকে ঈদ উদ্যাপনের জন্য মেহেরপুরে যাচ্ছিলেন। আহতদের চারজনের নাম জানা গেছে। তারা হলেন, শাকিল (২৫), হুমায়রা (২১), শফিক (৫৫) ও রত্না (৪০)।  

ওসি আলমগীর কবির আরও জানান, দুর্ঘটনার ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানজট নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত ঢাকাগামী রয়েল পরিবহণ ঢাকা মেট্রো -ব ১৪-৬৮৩৪ এবং  মেহেরপুরগামী মাইক্রোবাস ঢাকা মেট্রো - চ - ২০- ৯৮২২ গাড়ি দুটি জব্দ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন
সবচেয়ে বেশী ম্যাচ খেলা শিল্টনের রেকর্ড স্পর্শ করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
৮০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বার্সেলোনার সাথে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন কুন্ডে
সাক্ষীর জবানবন্দি : আমি আইসিইউতে ঢুকে রোগীদের মুখ দেখে ছেলেকে খুঁজেছি
এক বছরে বিচারবিভাগে অনেক অর্জন হয়েছে : প্রধান বিচারপতি 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাংস্কৃতিক দিবস উদযাপিত
রাশিয়ার সঙ্গে ‘বড় অগ্রগতি’ অর্জনের কথা জানালেন ট্রাম্প
১০