গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের ৯৬ কোটি ৬৭ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৭:৫৬ আপডেট: : ২৮ মার্চ ২০২৫, ১৮:১০
শুক্রবার রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ছবি : ফেইসবুক

ঢাকা, ২৮ মার্চ, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে ৯৬ কোটি  ৬৭ লাখ টাকা বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। 
 
এর মধ্যে ৩৭ কোটি  ২৫ লাখ টাকা ৭৪৫ টি শহীদ পরিবারের মাঝে এবং ৫৯ কোটি ৪১ লাখ টাকা ৫ হাজার ৫৯৬ জন আহত ব্যক্তির মাঝে বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিনিয়ত অনেক ব্যক্তি আন্দোলনে যোদ্ধা না হয়ে বা আন্দোলনে কোনো সম্পৃক্ততা ছিলনা এমন ব্যক্তিও এমআইএস ভেরিফাইড ও নকল কাগজপত্র করে নিয়ে ফাউন্ডেশনে অনুদানের জন্য আবেদন করছে। এসব প্রতারণা এড়াতে ও কাগজপত্রের অপর্যাপ্ততার কারণে অনুদান দিতে সময় লেগে যাচ্ছে। এসব সমস্যা সমাধানে ফাউন্ডেশন প্রতিনিয়ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসনদের অবগত করছে এবং এ বিষয়ে বিশেষ সচেতনতা অবলম্বনে তাগিদ দিচ্ছে।

বাকি শহীদ পরিবারগুলোর নমিনি সংক্রান্ত জটিলতা বা পারিবারিক দ্বন্দ্বের কারণে অনুদান দেওয়া সম্ভব হয়নি। আবার শহীদ ‘আকাশ বেপারী’ এর মতো অনেকের কাগজপত্রের অপর্যাপ্ততার জন্য অনুদান দেওয়া সম্ভব হয়নি বলেও সংবাদ সম্মেলনে জানান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের বেসরকারি ভাবে চাকরি দেওয়ার জন্য ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যোগ্যতা অনুযায়ী দেশীয় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা কোম্পানিতে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের চাকরির ব্যবস্থা করা হবে।

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, ফাউন্ডেশন সরকারের কাছ থেকে ১০০ কোটি ও বিভিন্ন সংস্থা থেকে ১০ কোটিসহ মোট ১১০ কোটি টাকা পেয়েছে। যার মধ্য থেকে ইতোমধ্যে ৯৬ কোটি ৬৭ লাখ টাকা বিতরণ হয়ে গেছে। 

ফাউন্ডেশনের পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের জন্য এপ্রিল থেকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থা/ব্যাংক/কোম্পানিদের ডোনেশন দেওয়ার আহ্বান জানানো হবে।

সংবাদ সম্মেলনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোহাম্মদ আহসান হাবীব চৌধুরী, সংগঠনের নির্বাহী সদস্য সাবরিনা আফরোজ সেবন্তি, পিআর অ্যান্ড মিডিয়া এক্সিকিউটিভ মো. জাহিদ হোসাইন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে: নৌপরিবহন উপদেষ্টা
স্বাধীনতা কাপ ভলিবলের ফাইনালে বিমান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
গুমসহ মানবতাবিরোধী অপরাধের বিচার সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে: আইন উপদেষ্টা
র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের নাহিদা-শারমিন-রিতুর
উইজডেনের বর্ষসেরা বুমরাহ ও মান্ধানা
স্থানীয়ভাবে গুজব ও অপতথ্য মোকাবিলায় জেলা তথ্য অফিসসমূহকে কাজ করতে হবে: তথ্য উপদেষ্টা 
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
১ মে ঢাকায় ‘বিশাল জনসভা’ করবে বিএনপি
গিলের ব্যাটিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে গুজরাট
গুলশানে ডিএনসিসির রাস্তা ও ফুটপাতের ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ
১০