রংপুরে চার শিশু উদ্ধারসহ নারী আটক

বাসস
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১১:৪৬

রংপুর, ২৯ মার্চ, ২০২৫ (বাসস): মহানগরীর  আলমনগর এলাকার রেল স্টেশন থেকে চার শিশুসহ আদুরী বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত পৌনে এগারোটার দিকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করার সময় চার শিশুসহ ওই নারীকে আটক করা হয়।

আটক আদুরী বেগম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মনছুর আলীর স্ত্রী। তারা রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ সূত্র জানায়,  রংপুর নগরীর ৭নং ওয়ার্ডের তপোধন গ্রাম থেকে চার শিশু নিয়ে ওই মহিলা শুক্রবার ইফতার পরবর্তী সময়ে পালিয়ে যান। এরপর বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানানো হলে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ দ্রুত অবস্থান নেয়। এর পরই রেল স্টেশন এলাকা থেকে অপহৃত চার শিশুসহ ওই মহিলাকে রংপুর রেলওয়ে পুলিশ আটক করে।

এদিকে একই এলাকার ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনের বেলা আদুরী বেগম নামের ওই নারী নগরীর ৭নং ওয়ার্ডের তপোধন গ্রামে এক বাড়িতে গিয়ে আশ্রয় প্রত্যাশা করেন। ওই বাড়ির অভিভাবক আশিকুল ইসলাম ওই নারীকে আশ্রয় দেন। তিনি রাতে ওই বাড়িতে অবস্থান করেন এবং সাহরি খান। শুক্রবার তিনি সারাদিন ওই বাড়িতেই ছিলেন এবং সন্ধ্যায় ইফতারও করেন। ইফতার পরবর্তী কোনো এক সময় ওই নারী ছয় থেকে ১০ বছরের চার শিশুকে নিয়ে উধাও হয়ে যান। এসময় সন্তানদের না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি অবগত করেন অভিভাবকরা।

এরপর রাতে ওই শিশুদের নিয়ে ঘোরাফেরা করতে দেখে স্টেশনে থাকা লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়।

রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, আমরা চার শিশুসহ আদুরী বেগম নামে এক নারীকে আটকের পরে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসির উপস্থিতিতে পুলিশি হেফাজতে শিশুসহ ওই নারীকে হস্তান্তর করেছি।

বিষয়টি সাংবাদিকদেরকে  নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ।

শুক্রবার মধ্যরাতের পরে রংপুর মেডিকেলে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে পুলিশ নিজ হেফাজতে রেখেছে।

এই ঘটনায় শনিবার রাত দেড়টার দিকে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানায় একটি অপহরণ মামলা করেছেন মকবুল হোসেন নামে এক ব্যক্তি। মামলায় আদুরী বেগমকে প্রধান করে আরো অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
১০